বাংলা বর্ণমালা থেকে প্রশ্ন - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Wednesday, October 3, 2018

বাংলা বর্ণমালা থেকে প্রশ্ন



প্রঃ স্বরধ্বনি কাকে বলে?
উত্তরঃ যে ধ্বনি বা ধ্বনিসমূহ অন্য কোন ধ্বনির সহায়তা ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় তাই হলো স্বরধ্বনি।
প্রঃ ব্যঞ্জনধ্বনি কাকে বলে?
উত্তরঃ যে সবধ্বনি অন্তত একটি স্বরধ্বনির সহায়তা ছাড়া উচ্চারিত হতে পারে না তাই হলো ব্যঞ্জনধ্বনি।


প্রঃ বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কতটি. 
উত্তরঃ ৫০টি। 
স্বরবর্ণ ১১টি
ব্যঞ্জনবর্ণ  ৩৯টি। 

প্রঃ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে.?
উত্তরঃ কার।

প্রঃ কার কয়টি ও কী কী?
উত্তর : ১০টি। যথা : া, ,ি ী, ু, ূ, ৃ, ,ে ,ৈ াে এবং ৗে-কার

প্রঃ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে.?
উত্তরঃ ফলা।  

প্রঃ বাংলা বর্ণমালায় ফলা কতটি.
উত্তরঃ ৬টি। য, ব, ম, র, ল ও ন-ফলা

প্রঃ স্পর্শবর্ণ কোনগুলো?
উত্তরঃ ক থেকে ম পর্যন্ত (২৫টি বর্ণ)।


প্রঃ মাত্রা কী?
উত্তরঃ কোন বর্ণের উপর দেওয়া কষি বা রেখা


প্রঃ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি.
উত্তরঃ ১০টি



স্বরবর্ণ ৪টি ( এ,,,ঔ)।
ব্যঞ্জনবর্গ ৬টি (ঙ,,,,ঃ)

প্রঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি.
উত্তরঃ ৮টি।
স্বরবর্ণ ১টি (ঋ)
ব্যঞ্জনবর্গ ৭টি ( খ,,,,,,শ)।

প্রঃ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি.
উত্তরঃ ৩২টি। স্বরবর্ণ ৬টি ব্যঞ্জনবর্গ ২৬টি

প্রঃ বাংলা বর্ণ ক্ষ একটি যুক্তবর্ণ তাই একে হিসেবে নেওয়া হয়না

প্রঃ যৌগিক স্বরধ্বনি কাকে বলে?

উত্তর পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এ রূপে একসঙ্গে উচ্চরিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলা হয়
প্রঃ  যৌগিক স্বরকে আর কী কী বলা হয়?
উত্তরঃ সন্ধিস্বর, সান্ধ্যস্বর বা দ্বি-স্বর।
প্রঃ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কতটি?
উত্তরঃ পঁচিশটি


প্রঃ বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কোনগুলো?
উত্তরঃ  অ, আ, ই, উ, এ, ও , অ্যা।

প্রঃ যৌগিক স্বরধ্বনিগুলো কি কি?
উত্তরঃ  ঐ ঔ

No comments:

Post a Comment