ধনঞ্জয় ।। বাংলা মুভি।। ১৯৯০ সালের একটি ঘটনা.... কেন তার ফাসি হল.?? - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Tuesday, October 31, 2017

demo-image

ধনঞ্জয় ।। বাংলা মুভি।। ১৯৯০ সালের একটি ঘটনা.... কেন তার ফাসি হল.??

Z4OHcE1NxKUTwIcp0MbHjw07_wWgMEM-l2r02V8-Bli-fZ67U0yztjhvSowlaM3nTDmVwDXmw7YgZnnMP5c8nVUzMmKCS-YgGqKIpsR7iv6WoTHNpVhgoo5SVO_WuMZu5iER8Ww1lCXbCvguOqOBXrCPVVbIQQdxhd59TBYwC6fIyO5_lL-HKNFTujOywfk%253Dw454-h324-nc

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় অরিন্দম শীলের ছবি ধনঞ্জয়।১৯৯০ এর ঘটনা নিয়ে নির্মিত ছবি। এতে অভিনয় করেন মিমি অনির্বাণ।


5Th মার্চ কলকাতার সুনন্দা এপার্টমেন্টে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা মা সুরবিপারেক মেয়েকে বাসায় রেখে মন্দিরে যান ৫.২০ মিনিটে এবং ফিরে আসেন তার ২০ মিনিট পরে কিন্তু এসে দেখেন মেয়ে ভিতর থেকে দরজা খুলছেনা এক পর্যায়ে তার চিল্লাচিল্লি শুনে আশেপাশের মানুষজন আসেন এবং দরজা ভেঙে ভিতরে ডুকেন কিন্তু সবাই শকট কারন ফ্লরে তার নিথর দেহ পরেছিল পরনেছিলনা কোন কাপর।মা এ সময় ধনঞ্জয় ধনঞ্জয় বলে চিল্লাচিল্লি করছিল আর ফ্লাটে তাকে খুজতে লাগলো কিন্তু তাকে পেলনা আর খুজার কারন হল লিফটে উপরে উঠার সময় লিফটম্যান ধনিয়ারাম তকে বলে সে বের হওয়ার পর ধনঞ্জয় এসেছিল তার ফ্লাটে।এর পর সে মেয়েকে হাসপাতাল নেওয়ার জন্য মেয়েকে কোলে করে ফ্লাটের নিচে নিয়ে আসে এবং সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এর অনেক সময় পরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ এসে লাস গ্রহন করে এবং তদন্ত শুরু করে।ময়না তদন্তের পর জানাজায় তার মুখে মাথায় প্রায় ২০ টি আঘাত ছিল ছিল কিল ঘুসির চিহ্ন। পেটে খাবার ছিল এবং মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিন্তু নিউজে বের হয় মৃত্যুর পর তাকে ধর্ষন করা হয়। এদিকে সারাদেশে ছরিয়ে পরে এই ঘটনা এবং জনগণ প্রচুর চাপ দিতে থাকে সরকারকে এর দ্রুত বিচার করার জন্য।

ফেঁসে যায় ধনঞ্জয়........!!

দনাঞ্জন ছিলেন একজন সাধারণ মানুষ, কাজ করে সিকিউরিটি গার্ড হিসেবে নতুন বিয়ে করেছে।খুব বড়লোক না হলেও জীবনে সুখ ছিল কিন্তু ভাগ্য তাকে বেশিদিন সেটা দেয়নি। হঠাৎ করেই এই সাধারণ মানুষটার ঘারে চাপে ধর্ষন ও খুনের বোঝা যার নামে কিনা আজ অবধি কোন মেয়েকে টিচ করার রেকর্ড নেই সে কিনা একটা ১৮ বছরের মেয়েকে ধর্ষন এর পর খুন.....!!! কিন্তু কেন সে এটা করছে বা আদৌ করেছিল কি...?

কোর্টে উঠে তার বিচার। প্রায় দুই মাস পালাতক থাকার পর পরিস্থিতি ঠান্ডা হয়েছে বলে বাড়ি ফিরে কিন্তু কোন একটা সোর্সে খবর পেয়ে পুলিশ সেইদিন বাড়িতে রেট দেয় এবং তাকে ধরে নিয়ে যায়।এর পরে পুলিশ তার জবানবন্দি নেয় এবং সেটা কোর্টে দাখিল করা হয়.......?

তার ফাসি হয়......??

কিন্তু মৃত্যুর আগে ধনঞ্জয় তার স্ত্রীকে বলে সে দোষী ছিলনা। মৃত্যুর পর তার স্ত্রী বাবা মা সবাই কেমন জানি হয়ে যায়....কেউ কেউ পাগলো হয়ে পরে।একদিন কলকাতার এক বড় উকিল বেরাতে আসে সেখানে এবং তার স্ত্রীর এই অবস্থা দেখে সে সব শুনে এই কেইস আবার রিওপেন করে......??

কিন্তু সুরবিপারেক (মেয়ের মা) এটা শুনে চমকে উঠে। কিন্তু কেন....? কি এমন ছিল এই কেসে যে মা মেয়ের কেস রিওপেন শুনে চমকে গেল........!!

Comment Using!!

No comments:

Post a Comment