কাব্যগ্রন্থ, নাটক বা সিনামা, প্রবন্ধ, কাব্য, গল্প - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Tuesday, July 31, 2018

demo-image

কাব্যগ্রন্থ, নাটক বা সিনামা, প্রবন্ধ, কাব্য, গল্প

Banner






  • কাব্যগ্রন্থ কাকে বলে ?
উত্তরঃ যে গ্রন্থে বহুসংখ্যক কবিতা/পদ্য/চরণ একত্রিত করা থাকে তাই হলো কাব্যগ্রন্থ
একজন কবি যখন অনেক কবিতা লিখেন তখন তিনি বাচাইকৃত/বিষয়ভিত্তিক কতগুলো কবিতা বাচাই করে তা পুস্তকাকারে অর্থাত্ কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ করেন


  • নাটক বা সিনামা কাকে বলে ?
উত্তরঃ কোন গল্প বা বাহিনীকে কোন নাট্যকার যখন নাট্যরুপ দেয় আর পরিচালক কিছু কলা-কুশলীদের নিয়ে সেটা বাস্তবায়ন করে দর্শকদের দেখার উপযুক্ত করে পরিবেশিত করে তখনই তাকে নাটক বা সিনামা বলা হয়।


  • উপন্যাস কাকে বলে ?
উত্তরঃ উপন্যাস হলো গদ্যে লেখা দীর্ঘাবয়ব বর্ণনাত্মক কথাসাহিত্য। কবিতা, নাটক ছোটগল্পের ন্যায় উপন্যাস সাহিত্যের একটি বিশেষ শাখা।।।।উপন্যাসে পরিবেশ বর্ণনা, প্লট, চরিত্র, সংলাপ ইত্যাদি যখন মানুষের জীবনের কাহিনীকে সুন্দর স্বার্থকভাবে ফুটিয়ে তুলে তার মধ্যে জীবনের কোনো অর্থ বা ভাষ্য প্রকাশ করা হয়।।।


  • প্রবন্ধ  কাকে বলে ?
উত্তরঃ তথ্য বহুল রচনায় হলো প্রবন্ধ। যেখানে কোন চরিত্র থাকবে না। প্রবন্ধে বিভিন্ন অজ্ঞাত তথ্যসমূহ থাকে যার ফলে পাঠক তা সহজেই জানতে পারে


  • কাব্য কাকে বলে ?
উত্তরঃ ভাবসমৃদ্ধ সরস রচনাকে কাব্য বলে।।। বিষয় অনুসারে কাব্য বিভিন্ন নামে পরিচিত হতে পারে যেমন - মহাকাব্য, ঐতিহাসিক কাব্য, আধুনিক কাব্য, গদ্যকাব্য, পদাবলী কাব্য ইত্যাদি


  • ছোট গল্প কাকে বলে ?
উত্তরঃ যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে।


Comment Using!!

No comments:

Post a Comment