- কাব্যগ্রন্থ কাকে বলে ?
উত্তরঃ যে গ্রন্থে
বহুসংখ্যক কবিতা/পদ্য/চরণ
একত্রিত করা
থাকে তাই
হলো কাব্যগ্রন্থ
।
একজন কবি
যখন অনেক
কবিতা লিখেন
তখন তিনি
বাচাইকৃত/বিষয়ভিত্তিক
কতগুলো কবিতা
বাচাই করে
তা পুস্তকাকারে
অর্থাত্ কাব্যগ্রন্থ
হিসেবে প্রকাশ
করেন ।
- নাটক বা সিনামা কাকে বলে ?
উত্তরঃ কোন
গল্প বা
বাহিনীকে কোন
নাট্যকার যখন
নাট্যরুপ দেয়
আর পরিচালক
কিছু কলা-কুশলীদের
নিয়ে সেটা
বাস্তবায়ন করে
দর্শকদের দেখার
উপযুক্ত করে
পরিবেশিত করে
তখনই তাকে
নাটক বা
সিনামা বলা
হয়।
- উপন্যাস কাকে বলে ?
উত্তরঃ উপন্যাস
হলো গদ্যে
লেখা দীর্ঘাবয়ব
বর্ণনাত্মক কথাসাহিত্য।
কবিতা, নাটক
ও ছোটগল্পের
ন্যায় উপন্যাস
সাহিত্যের একটি
বিশেষ শাখা।।।।উপন্যাসে
পরিবেশ বর্ণনা, প্লট, চরিত্র, সংলাপ
ইত্যাদি যখন
মানুষের জীবনের
কাহিনীকে সুন্দর
ও স্বার্থকভাবে
ফুটিয়ে তুলে
তার মধ্যে
জীবনের কোনো
অর্থ বা
ভাষ্য প্রকাশ
করা হয়।।।
- প্রবন্ধ কাকে বলে ?
উত্তরঃ তথ্য
বহুল রচনায়
হলো প্রবন্ধ।
যেখানে কোন
চরিত্র থাকবে
না। প্রবন্ধে
বিভিন্ন অজ্ঞাত
তথ্যসমূহ থাকে
যার ফলে
পাঠক তা
সহজেই জানতে
পারে ।
- কাব্য কাকে বলে ?
উত্তরঃ ভাবসমৃদ্ধ
সরস রচনাকে
কাব্য বলে।।।
।বিষয় অনুসারে
কাব্য বিভিন্ন
নামে পরিচিত
হতে পারে
। যেমন
- মহাকাব্য, ঐতিহাসিক
কাব্য, আধুনিক
কাব্য, গদ্যকাব্য, পদাবলী
কাব্য ইত্যাদি
- ছোট গল্প কাকে বলে ?
উত্তরঃ যে
গল্প অর্ধ
হতে এক
বা দুই
ঘন্টার মধ্যে
এক নিশ্বাসে
পড়ে শেষ
করা যায়
তাকে ছোট
গল্প বলে।
No comments:
Post a Comment