২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস। - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Tuesday, February 13, 2018

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস।


একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৪৭ সালে করাচীতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের সুপারিশ করা হয়। তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ জানানো হয়। ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে।

ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। তাতে সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেক ছাত্র নিহত হয়।হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে, সারা শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দোকানপাট, অফিস ও গনপরিবহন বন্ধ করে দেওয়া হয় এবং ধর্মঘট শুরু হয়। ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৯ মে অণুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জাতিসংঘের স্বিকৃতীঃ

 ১৯৯৮ খ্রিস্টাব্দে কানাডার (ভ্যানকুভার শহরে ) বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে এবং এর পরিপেহ্মিতে ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।


প্রশ্নঃ

১. প্রশ্ন : পাকিস্তান গণ পরিষদে কে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উত্তর : গণ পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।

২. প্রশ্ন : উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে করা হয়? 
উত্তর : ডিসেম্বর, ১৯৪৭ সালে।

৩. উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কোথায় গৃহীত হয়?
উত্তর : করাচির শিক্ষা সম্মেলনে।

৪. প্রশ্ন : তমুদ্দিন মজলিস কী? 
উত্তর : একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

৫. প্রশ্ন : তমুদ্দিন মজলিস কবে গঠিত হয়?
উত্তর : ২ সেপ্টেম্বর ১৯৪৭।

৬. প্রশ্ন : উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ২ মার্চ ১৯৪৮।

৭. প্রশ্ন : ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : নুরুল আমিন।

৮. প্রশ্ন : ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : খাজা নাজিমউদ্দিন।

৯. প্রশ্ন : প্রথম তৈরি শহীদ মিনার কে উন্মোচন করেন?
উত্তর : শহীদ শফিউরের পিতা।

১০. প্রশ্ন : ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়?
উত্তর : ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।


১১. প্রশ্ন : ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’- কথাটি কে বলেছিলেন?
উত্তর : মুহম্মদ আলী জিন্নাহ।

১২. প্রশ্ন : কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর : ১৯৫৬ সালে।

১৩. প্রশ্ন : কত তারিখে শহীদ দিবস পালিত হয়?
উত্তর : ২১ ফেব্রুয়ারি।

১৪. প্রশ্ন : শহীদ দিবসের আরেকটি নাম কি?
উত্তর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৫. প্রশ্ন : কবে মহান একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

১৬. প্রশ্ন : কোথায় বসে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করা হয়?
উত্তর : ইউনেস্কোর প্যারিস অধিবেশনে।

১৭.  প্রশ্ন : কবে থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে?
উত্তর : ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।

১৮. প্রশ্ন : ভাষা আন্দোলন স্মরণে কী পদক প্রবর্তন করা হয়?
উত্তর : একুশে পদক।

১৯. প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কারা শহীদ হন?
উত্তর : সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার ও তাজুলসহ অনেকে।  

২০. প্রশ্ন : মাতৃভাষার জন্য কারা সংগ্রাম করেছে?
উত্তর : বাংলাদেশ।


২১। ২১ ফেব্রুয়ারি কি দিবস
উঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২২। কে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘে আবেদন করে
উঃ কানাডার (ভ্যানকুভার শহরে ) বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম

২৩। তারা কোথায় বাস করত?
উঃ কানাডার ভ্যানকুভার শহরে 

No comments:

Post a Comment