দুটি দেশের মধ্যে সীমান্ত - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Tuesday, April 17, 2018

দুটি দেশের মধ্যে সীমান্ত




  • মংডু কোন দুটি দেশের সীমান্ত - বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকা 
  • ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? - চীন ও ভারত
  • ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যেকার সীমানা লাইন? - আফগানিস্তান ও পাকিস্তান
  • র‌্যাডক্লিফ লাইন সীমারেখা কোন দুটি দেশের মধ্যে নিরূপিত ?    ভারত- বাংলাদেশ (পাকিস্তান)
  • লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাভারত- পাকিস্তান।
  •  সিগফ্রিড  কোন দেশের সীমান্তে নিরূপিত হয়েছে  -  ফ্রান্স-জার্মানী সীমান্তে।
  •  ম্যাজিনো লাইন কোন দুটি দেশের সুরক্ষিত সীমারেখা - জার্মানী- ফ্রান্স।  (ম্যাজিনো লাইন মূলত  সুরক্ষিত ইলেকট্রিক বেষ্টনী্।)
  • ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা--  র‌্যাডক্লিফ রেখা
  •  ওয়ালেস এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
  • মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?  --- সনোরা লাইন
  • জার্মানি ও পোল্যান্ড বিভক্তকারী সীমারেখা কোনটি?   হিন্ডারবার্গ লাইন
  •  আটত্রিশতম উত্তর অক্ষরেখা  কোন দুটি দেশকে চিহ্নিত করে? ---  উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
  • পানমুনজম - উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়র সীমান্ত-এলাকা 
  • ‘কালাপানি’ কোন দু দেশের মধ্যে অবস্থিত অমীমাংসিত ভূ খন্ড?  ভারত ও নেপাল

No comments:

Post a Comment