- জম্ম - ৭ই মে, ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮)
- মৃত্যু - ৭ই আগস্ট, ১৯৪১ (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)
লেখা
- রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ- ৫২টি
- নাটক - ৩৮টি
- উপন্যাস - ১৩টি
- প্রবন্ধ- ৩৬টি
- সর্বমোট ছোটগল্প - ৯৫টি
- গান- ১৯১৫ টি
- তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।
পুরস্কার লাভ
- রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন - উঃ 1913 সালে
- রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন - উঃ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য
- গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? উঃ ১৯১০ সালে।
- গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে? উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
- গীতাঞ্জলি কাব্যের ইংরেজী অনুবাদ করেন কে উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস
- কলিকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডক্টরেট ডিগ্রী প্রদান করে? উঃ ১৯১৪ সালে
- রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বৃটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি অর্জন করেন? উঃ ১৯১৮ সালে
- রবীন্দ্রনাথ ঠাকুর কখন, কোন ঘটনার প্রতিবাদে বৃটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি বর্জন করেন? ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড।
প্রথম প্রকাশিত
- কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি উঃ বনফুল।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি উঃ কবি কাহিনী।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? উঃ বাল্মীকি প্রতিভা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? উঃ বৌ ঠাকুরাণীর হাট।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? উঃ ভিখারিনী।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ- ইউরোপ প্রবাসীর পত্র(১৮৮২)।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ - বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)।
- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস - চোখের বালি।
রবীন্দ্রনাথ যে সব পত্রিকা সম্পাদনা করেছেন
- সাধনা : ১২৯৮ – ১৩০২
- ভারতী : ১৩০৫
- তত্ত্ববোধিনী পত্রিকা : ১৩১৮ - ১৩২১
- ভাণ্ডার : ১৩১২ – ১৩১৪
- বঙ্গদর্শন ( নবপর্যায় ) : ১৩০৮ – ১৩১২
উৎসর্গ
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তরঃ বসন্ত।
- রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন উত্তরঃ তাসের দেশ (নাটক)
- কালের যাত্রা ( নাটক) রবীন্দ্রনাথ ঠাকুর-উৎসর্গ করেন:-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- খেয়া (কাব্যগ্রন্থ) রবীন্দ্রনাথ ঠাকুর- উৎসর্গ করেন:- জগদীশচন্দ্র বসুকে।
- পূরবী (কাব্যগ্রন্থ) রবীন্দ্রনাথ ঠাকুর- উৎসর্গ করেন:- ভিক্টোরিয়া ওকাম্পোকে।
- চার অধ্যায় ( উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুর-উৎসর্গ করেন:- কারাবন্দীদেরকে।
- কোন কবিতা প্রকাশের পর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথকে জয়মাল্য প্রদান করেন উঃ ‘সন্ধ্যা সংগীত’, প্রকাশকাল-১৮৮২
- সঞ্চিতা( কাব্যগ্রন্থ) কাজী নজরুল ইসলাম-উৎসর্গ করেন:- রবীন্দ্রনাথ ঠাকুরকে।
সম্মানে ভূষিত
- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন - মহাত্ম গান্ধী।
- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন - বহ্মবান্ধব উপাধ্যায়।
- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন - ক্ষিতিমোহন সেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন - চীনা কবি চি-সি-লিজন
পরিক্ষায় আসা যত প্রশ্ন
- রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম - জীবন স্মৃতি ও ছেলেবেলা।
- বাংলা ছোটগল্পের জনক বলা - রবীন্দ্রনাথ ঠাকুরকে।
- শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় - ২৪মার্চ, ২০০৪সালে।
- রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে - ব্রাজিল।
- রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
- বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উঃ ভানুসিংহ ঠাকুর (গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি)
- রবীন্দ্রনাথ সম্পাদিত মাসিক পত্রিকার নাম কি? উঃ সাধনা, প্রকাশকাল -১৮৯১।
- রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিখ্যাত বিদ্যাপিঠ শান্তি নিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়? উঃ ১৯০১ সালে, বোলপুরে।
- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান - বাংলার মাটি বাংলার জল।
No comments:
Post a Comment