২ :: শেয়ার শ্রেনীবিভাগ/বিভাগীকরন ( Stock Classification/Categorization ) - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Saturday, April 14, 2018

২ :: শেয়ার শ্রেনীবিভাগ/বিভাগীকরন ( Stock Classification/Categorization )




শেয়ার শ্রেনীবিভাগ/বিভাগীকরন  ( Stock Classification/Categorization )

DSE- তে তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্সের ভিত্তিতে A, B, G, N এবং Z এই বিভাগে ভাগ করা হয়েছে। বিনিয়োগকারীদের সাধারনভাবে ভাল মন্দ শেয়ার চিনিয়েদেবার জন্য এই বিভাগীকরন করা হয়েছে।

A-Category:   নিয়মি বার্ষিক সাধারন সভা করা সহ ১০% বা তার উর্দ্ধে লভ্যাংশ (Dividend)  প্রদানকারী কোম্পানীসমূহ এ গ্রুপের অর্ন্তভুক্ত।

B-Category:   নিয়মিত বার্ষিক সাধারন সভা করা সহ ১০% -এর নীচে লভ্যাংশ (Dividend)  প্রদানকারী কোম্পানীসমূহ এ গ্রুপের অর্ন্তভুক্ত।

G-Category:  গ্রীন ফিল্ড অর্থাৱ শেয়ার বাজারে আসার পূর্বে উত্পাদন কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করেনি এমন কোম্পানীসমূহ এই গ্রুপের অর্ন্তভুক্ত। DSE - র ইতিহাসে এপর্য়ন্ত কেবন লাফার্জ-সুরমা সিমেন্ট-ই এই গ্রুপের অধীনে লিপিবদ্ধ হওয়া একমাত্র কোম্পানী। কিন্তু গত বছর থেকে সম্পূর্ণ উত্পাদন কার্যক্রম শুরু করার পরও কোন লভ্যাংশ দিতে না পারায় Z-গ্রুপে অর্ন্তভুক্ত করা হয়েছে।

N-Category: এই গ্রুপে অর্ন্তভুক্ত হবার ক্ষেত্রে ভাল/মন্দ ব্যবসায়িক দক্ষতার কোন প্রভাব নেই। সাধারনত কোন শেয়ার DSE- তে লিপিবদ্ধ হওয়ার পর কোন আর্থিক বছর শেষ হওয়ার পূর্বে পর্যন্ত এই গ্রুপে রাখা হয়। আর্থিক বছর শেষ হলে পূর্বোক্ত ব্যবসায়িক দক্ষতার উপর ভিত্তি করে A, B অথবা Z গ্রুপে স্থানান্তর করা হয়।

Z-Category: নিয়মিত বার্ষিক সাধারন সভা করতে ব্যর্থ/লভ্যাংশ প্রদানে ব্যর্থ কিংবা সর্বশেষ ৬ মাস উত্পাদন বন্ধ থাকলে এই গ্রুপে স্থানান্তর করা হয়।

যদি আপনি ক্যাটাগরি এ, বি বা এন থেকে কোনও শেয়ার কিনে থাকেন, তাহলে আপনার শেয়ার টি +2 বসতি চক্রের মধ্যে পরিপক্ব হবে (আজকে + 2 কার্য দিবসকে বোঝায়)।এর মানে হল যে আপনি 2 কার্যদিবসের পরে কিনেছেন এমন শেয়ারগুলি বিক্রি করতে পারেন।সুতরাং, যদি আপনি রবিবার এ শ্রেণীর এ, বি বা এন শেয়ার কিনে থাকেন, শেয়ার বাণিজ্য মঙ্গলবার নিষ্পত্তি হবে।শুক্রবার, শনিবার, ব্যাংক এবং বিনিময় ছুটির বাদ দেওয়া হয়।

যদি আপনি শ্রেণী Z থেকে কোনও শেয়ার কিনে থাকেন, আপনার শেয়ার টি + 9 বসতি চক্র (আজ + 9 কার্যদিবসের দিন) মধ্যে পরিপক্ক হবে।





Tags:
stock Market
share market
stock exchange
শেয়ার মার্কেট 
পুঁজিবাজার

No comments:

Post a Comment