ইন্টার্ভিউ দিতে দিতে জানা -১ - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Thursday, October 12, 2017

ইন্টার্ভিউ দিতে দিতে জানা -১

আমার লাইফে প্রথম ইন্টার্ভিউ দিয়েছিলাম একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে এখন আর কম্পানির নাম মনে নেই, ওরা ssc (ইলেকট্রিক্যাল) চেয়েছিল বাট আমি ডিপ্লোমা দিয়ে করেছিলাম, তো সকাল ৮ থেকে বসে থাকার পর বিকেল ৪ টার দিকে ডাকল, সিভি আগেই নিয়ে গিয়েছিল আমি ডুকে সালাম দিলাম এর আগে থেকেই বোর্ড (বোর্ডে ৩ জন ছিল) আমার সিভি ঘটতে ছিল হালকা দুটা প্রশ্ন করল উত্তর ঠিক ছিল বাট ব্যাখ্যাটা ওনাদের মত হয়নি মেবি ওনারা হয়ত আরো প্রশ্ন করত বাট যে স্যার সিভি দেখছিল সে হঠাৎ বল্ল আপনি দেখি অবজেক্টিভ জব ও স্টাডি লিখছেন আমাদের এখনে জব করলেত আপনি পড়তে পারবেন না। আমি বলেছিলাম স্যার আমার জবটা প্রয়োজন জব করে সময় না পেলে স্টাডি করবোনা। পরে ওনি বললেন না দেখেন আমাদের এখানে কাজের খুব প্রেসার আপনাকে আমরা পরে ডাকব, সেখানেই ইন্টার্ভিউ শেষ, এই ইন্টার্ভিউ থেকে জব হয়নি বাট সিভির #ল্যাংগুয়েজ যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝেছিলাম।
এর পর বাসায় এসে নতুন করে সিভির ফরমেট সাজিয়েছিলাম, নেট থেকে অনেক ফরমেট নামিয়ে সেখান থেকে নিজের মত করে একটা ডিজাইন দিয়ে নিজের সিভি সাজালাম কথা সাজালাম তার পর নিজের কাছে ওটা কিছুটা গুড মনেহয়েছিল।
সিভির ফরমেট আর তার ভাষা দুটাই অনেক গুরুত্বপূর্ণ, একটা জিনিস আপনার সিভির ল্যাংগুয়েজ ঠিক না থাকলে আপনি এপ্লাই এর পর এপ্লাই করেই যাবেন বাট কোনদিন ডাক পাবেন না।তাই সিভিটা ১০০ না হলেও ৯৯ নির্ভুল ভাবে সাজাতে হবে নয়ত এই প্রতিযোগী মার্কেটে আপনি প্রতিযোগী থাকবেন বাট জিতা হবেন

No comments:

Post a Comment