ইন্টার্ভিউ দিতে দিতে জানা -২ - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Thursday, October 12, 2017

demo-image

ইন্টার্ভিউ দিতে দিতে জানা -২

padma_bridge_12প্রথমেই বলে নেই রিজিকের মালিক একমাত্র আল্লাহ মানুষ কোনদিন রিজিকের ব্যবস্থা করতে পারেনা তবে হা মানুষ রিজিকের উছিলা হয় বা এক জন বা কোন একটা কিছু রিজিকের উছিলা হতে পারে বলে আমার মনে হয়।
.
গত পর্বে আমার প্রথম ইন্টার্ভিউ এর কথা বলেছিলাম, ওটার পরেও আমি অনেক জাগায়,অনেক বড় বড় গ্রুপ অব ইন্ডাস্ট্রি তে ইন্টার্ভিউ দিয়েছি বাট রিজিক না থাকলে হবেনা তবে এগুলা থেকে অনেক কিছু জেনেছি শিখেছি

.
তবে হা আমি এখন যেই জবটা করি এখানেও কোন রেফারেন্স ছিলনা আমার এক ক্লোজ ফ্রেন্ড এর ইনফর্মএ এখানে ইন্টার্ভিউ দিতে এসেছিলাম রিজিক ছিল তাই হয়ে গেছে ।
.
আমাদের দেশে বেকারত্ব দিন দিন বাড়ছে এটা আসলে দেশের না বিশ্বের সমস্যা দিন দিন সব কিছু অটোমেশন হচ্ছে তাই মানুষ ও আনুপাতিক হারে জব হারাচ্ছে এই অটোমেশন এর যুগে খুব ভাল দক্ষতা ছাড়া জব পাওয়া কঠিন।
.
আগের পর্বে সিভি নিয়ে বলেছিলাম, আমাদের প্রিয় মনির স্যারের সিভি তৈরি নিয়ে লিখা কিছু লেখার লিংক কমেন্টে দিব পড়লে কিছু বুঝতে পারবেন।
.
আপনি হয়ত ভাবেন এত পড়াশুনা করে এত কম টাকার জব আসলে যেই কম্পানি আপনায় নিচ্ছেন তাকে আপনি কতটুকু দিতে পারবেন সেটা কি একবারও ভাবছেন,বেতন বা জব পড়াশুনার চেয়ে বেশি দেখে আপনি কতটুকু পারেন। সার্টিফিকেট না দক্ষতা দেখে। তাই আমি মনে করি আপনি নতুন হলে বেতনের দিকে না তাকিয়ে শিখবার দিকে মন দেন। বেতন এমনি আসবে যদি কাজটা সেরকম হয়।
.
ভাইভা বোর্ড এ সেলারি কত চান জিজ্ঞাস করলে বলেন কোম্পানি যা দিবে তাতেই হবে আমার কোন চাওয়া নেই।
.
দেখবেন জব হয়ে গেছে।
.
এছাড়া নিজের ইচ্ছা মত সেক্টরে জব পাবেন এটা আশা করে বসে থাকাটা বোকামি, সামনে যা পাচ্ছেন শুরু করুন, দাগ থেকে দারুণ কিছু হয়ে যেতে পারে।
.
নিজের সার্টিফিকেট এর মাপে জব পাবেন এটাও বোকামি শুরুটা জত নিচ থেকে হবে আপনার ভিত তত সক্ত হবে আপনিত একদিনের জন্য না যতদিন বেচে থাকবেন কাজ করে খেতে হবে তাই ভিত্তি ভাল রাখার চেষ্টা করুন। কাজ করলে আপনি ছোট হবেন না বরং জব না পেয়ে টাকার অভাবে চুরি করলেই অপমান হবেন। তাই গায়ের থেকে অহংকার এর চাদরটা ফেলে দিয়ে আজই শুরু করুন যত ছোট পোষ্ট-ই হউক না কেন।
Comment Using!!

No comments:

Post a Comment