একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ। - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Wednesday, October 4, 2017

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ।


আইসিসি ট্রফি বা আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব (ইংরেজি: ICC World Cup Qualifierআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দিক-নির্দেশনায় পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা বিশেষ।আইসিসি’র যে-কোন সহযোগী কিংবা অণুমোদনপ্রাপ্ত সদস্য আইসিসি ট্রফির জন্যে যোগ্যতা নির্ধারণী বা বাছাইপর্বে
অংশগ্রহণ করতে পারে। বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণের লক্ষ্যে এ পদ্ধতিতে দলগুলোকে আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হতে হয়। টেস্টখেলুড়ে দেশগুলো এতে অংশগ্রহণ করে না। ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল সর্বাধিকসংখ্যক তিনবার আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল।
  • প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল কে- ইংল্যান্ড
  • প্রথম বিশ্বকাপ আয়োজন হয় কবে-  ১৯৭৫ সালে

  • বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাত্রা শুরু কবে – ১৯৭২ সালে
  • বাংলাদেশ কবে থেকে আইসিসির সহযোগী সদস্যে  হয় – ১৯৭৭ সালে
  • বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে কবে – ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে
  •  বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে কার নেতৃত্বে – রাকিবুল হাসানের নেতৃত্বে
  • বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে (১৯৭৯ সালে) কয়টি ম্যাচ জিতে আর কয়টি হারে-  দু’টিতে হারে এবং দু’টিতে জয়লাভ করে
  • বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে কবে- ১৯৯৭ সালে
  • বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে কবে – ৩১ মার্চ  ১৯৮৬ সালের এশিয়া কাপ ক্রিকেটে
  •  বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে কার বিপক্ষে – পাকিস্তানের বিপক্ষে
  • কার নেতৃত্বে প্রথম এশিয়া কাপ খেলে – গাজী আশরাফ হোসেন লিপু’র নেতৃত্বে
  •  বাংলাদেশ আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে কবে থেকে ওয়ানডে খেলে- ১৯৯৭ সাল থেকে।
  • বাংলাদেশ  বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে কবে- ১৯৯৯ সালে  (সপ্তম বিশ্বকাপ আসরে)
  • বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ম্যাচে ছিল কার বিপক্ষে – নিউজিল্যান্ড  (১৭ মে ১৯৯৯, চেমসফোর্ডে)
  • বিশ্বকাপে প্রথম জয়লাভ – স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানে (১৯৯৯)
  • বাংলাদেশ  ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি ম্যাচ জিতে- ২টি । (পাকিস্তানকে ৬২ রানে এবং স্কটল্যান্ড কে  ২২ রানে হারায়)
  • বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে- আমিনুল ইসলাম বুলবুল
  • বাংলাদেশ সর্বপ্রথম এশিয়া কাপ আয়জন করে কবে- ১৯৮৮ সালে (এটাই বাংলাদেশের প্রথম আয়োজক দেশ হওয়া)
  • বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম ম্যাচ-সেরা হওয়ার কৃতিত্ব – মিনহাজুল আবেদীন নান্নুর

No comments:

Post a Comment