আইসিসি ট্রফি বা আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব (ইংরেজি: ICC World Cup Qualifier) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দিক-নির্দেশনায় পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা বিশেষ।আইসিসি’র যে-কোন সহযোগী কিংবা অণুমোদনপ্রাপ্ত সদস্য আইসিসি ট্রফির জন্যে যোগ্যতা নির্ধারণী বা বাছাইপর্বে
অংশগ্রহণ করতে পারে। বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণের লক্ষ্যে এ পদ্ধতিতে দলগুলোকে আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হতে হয়। টেস্টখেলুড়ে দেশগুলো এতে অংশগ্রহণ করে না। ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল সর্বাধিকসংখ্যক তিনবার আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল।
অংশগ্রহণ করতে পারে। বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণের লক্ষ্যে এ পদ্ধতিতে দলগুলোকে আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হতে হয়। টেস্টখেলুড়ে দেশগুলো এতে অংশগ্রহণ করে না। ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল সর্বাধিকসংখ্যক তিনবার আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল।
- প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল কে- ইংল্যান্ড
- প্রথম বিশ্বকাপ আয়োজন হয় কবে- ১৯৭৫ সালে
- বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাত্রা শুরু কবে – ১৯৭২ সালে
- বাংলাদেশ কবে থেকে আইসিসির সহযোগী সদস্যে হয় – ১৯৭৭ সালে
- বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে কবে – ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে
- বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে কার নেতৃত্বে – রাকিবুল হাসানের নেতৃত্বে
- বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে (১৯৭৯ সালে) কয়টি ম্যাচ জিতে আর কয়টি হারে- দু’টিতে হারে এবং দু’টিতে জয়লাভ করে
- বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে কবে- ১৯৯৭ সালে
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে কবে – ৩১ মার্চ ১৯৮৬ সালের এশিয়া কাপ ক্রিকেটে
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে কার বিপক্ষে – পাকিস্তানের বিপক্ষে
- কার নেতৃত্বে প্রথম এশিয়া কাপ খেলে – গাজী আশরাফ হোসেন লিপু’র নেতৃত্বে
- বাংলাদেশ আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে কবে থেকে ওয়ানডে খেলে- ১৯৯৭ সাল থেকে।
- বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে কবে- ১৯৯৯ সালে (সপ্তম বিশ্বকাপ আসরে)
- বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ম্যাচে ছিল কার বিপক্ষে – নিউজিল্যান্ড (১৭ মে ১৯৯৯, চেমসফোর্ডে)
- বিশ্বকাপে প্রথম জয়লাভ – স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানে (১৯৯৯)
- বাংলাদেশ ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি ম্যাচ জিতে- ২টি । (পাকিস্তানকে ৬২ রানে এবং স্কটল্যান্ড কে ২২ রানে হারায়)
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে- আমিনুল ইসলাম বুলবুল
- বাংলাদেশ সর্বপ্রথম এশিয়া কাপ আয়জন করে কবে- ১৯৮৮ সালে (এটাই বাংলাদেশের প্রথম আয়োজক দেশ হওয়া)
- বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম ম্যাচ-সেরা হওয়ার কৃতিত্ব – মিনহাজুল আবেদীন নান্নুর
No comments:
Post a Comment