Google এর অজানা সব।হয়ে জান Google এক্সপার্টস । - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Wednesday, October 4, 2017

Google এর অজানা সব।হয়ে জান Google এক্সপার্টস ।


যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছেন,তাদের মধ্যে খুব কমসংখ্যক লোকই খুঁজে পাওয়া যাবে, যারা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে ব্যবহার করেন না।যেকোনো সমস্যার সমাধান
খুঁজে পেতে বা যেকোনো তথ্য

জানতে আজকাল গুগল সহায়ক
সাহায্যকারী বন্ধু। কিন্তু অনেক সময়ই
দেখা যায়, সমস্যার সমাধান বা তথ্য
খোঁজার জন্য প্রয়োজনীয় কী-ওয়ার্ড
বা সার্চ আইটেমের নাম সঠিকভাবে দেয়া যায় না।ফলে বেশিরভাগ সময়ই প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায় না বা এমন কিছু তথ্য চলে আসে, যা একেবারেই অপ্রয়োজনীয়। এ লেখায় সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে ব্যবহার করার সহজ কিছু কৌশল ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়েছে।
১। site:
এই কী-ওয়ার্ড টি একটি নির্দিষ্ট
ওয়েবসাইট থেকে আপনার কাঙ্ক্ষিত
তথ্য খুব সহজেই খুজে পেতে হেল্প
করবে।যেমন দরুন আপনি শুধু সামু তে থাকা তথ্য খুঁজবেন তবে আপনি এভাবে লিখে
site:somewhereinblog.net মাতৃভাষা দিবস
সার্চ করুন। দেখা যাবে গুগল মাতৃভাষা দিবস নিয়ে লেখা সামুর পোষ্ট এগুলো ই আপনাকে এখন দেখাচ্ছে।
২। filetype:
এই কী-ওয়ার্ড টি অনেক গুরুত্বপূর্ণ
এবং সময় বাঁচায়।আমাদের অনেক সময় Mp3, pdf,fly ইত্যাদি ফরমেট এর ফাইন দরকার হয় এক্ষেত্রে এভাবে সার্চ করলে দ্রুত ফল পাওয়া জাবে।
filetype: pdf pro blogging
filetype: mp3 asif song
filetype: mkv gangnam style
filetype: sisx fullscreen caller
৩। allinanchor:
এই কী-ওয়ার্ড টির বৈশিষ্ট্য হল,
আপনি যে বিষয়ে জানার জন্য সার্চ
করছেন সেটি কোন ওয়েবসাইটের মূল কন্টেন্ট থেকে আপনাকে দেখাবেনা, বরঞ্চ ওয়েবসাইটের এ্যাঙ্কর টেক্সট বা লিঙ্কিং টেক্সটের মধ্যে আপনার উপাত্ত টি খুজবে, তারপর সেটি কে আপনার সামনে উপস্থাপন করবে!যেমন:
allinanchor:blogspot hacks
এটি লিখে সার্চ করা মাত্রই ব্লগস্পট
হ্যাক সম্পর্কিত যত আর্টিকেল পাবে সব লিঙ্ক আপনার সামনে হাজির করবে!
৪। OR
গুগল সাধারণত একটি সার্চিং আইটেমের সব শব্দকেই গণনায় ধরে।
তবে যদি কয়েকটি শব্দের যে কোনোটি সম্পর্কিত তথ্য পেতে চান,
সেক্ষেত্রে ‘OR’ অপারেটর ব্যবহার
করতে হবে। উল্লেখ্য, এখানে ‘OR’ বড় হাতের বর্ণ দিয়ে লিখতে হবে।
উদাহরণস্বরূপ
ssc result 2013 OR 2014
আইটেমটির মাধ্যমে হয়-২০১৩ সালের অথবা ২০১৪সালের তথ্যগুলো পাবেন। কিন্তু OR অপারেটর ছাড়া উভয় সালের
তথ্যই একই পেজে পাবেন।
৫। ডবল কোটেশন (‘‘ ’’)
আপনার আইটেমটি ডবল কোটেশন (‘‘ ’’) দিয়ে আটকে দিতে পারেন।
এক্ষেত্রে শুধু কোটেশনের মধ্যকার
শব্দগুলোর সাথে মিল পাওয়া পেজগুলোই আপনি পাবেন।
তবে এক্ষেত্রে দুর্ঘটনাক্রমে অনেক
জরুরি তথ্য হারাতে পারেন। যেমন-
“Alexander Bell”
দিয়ে কোনো তথ্য খুঁজতে গেলে আপনি
Alexader G. Bell
এর সাথে মিল পাওয়া কোনো পেজ পাবেন না।
৬। related:
গুগলের মাধ্যমে একটি ওয়েব সাইটের অনুরুপ ওয়েবসাইট সমূহ বা একই বিষয়বস্তু সম্পর্কিত অন্যান্য ওয়েবসাইট সমূহ খুজে বের করা যায়।ওয়েবসাইটের SEO এবং অন্য সাইটের সাথে তুলনার ক্ষেত্রে এটা অনেক গুরুত্তপূর্ণ। ধরুন আপনি
somewhereinblog.net
এর অনুরুপ ওয়েবসাইটগুলো
দেখতে চান। সেক্ষেত্রে গুগল
সার্চ বক্সে লিখুন
related:somewhereinblog.net
ফলে গুগলের রেজাল্ট পেইজে
শুধুমাত্র টেকটিউনসের অনুরূপ ওয়েবসাইটের তথ্যগুলো প্রদর্শিত
হবে।
৭। intitle:
আপনি যদি গুগলে আশানুরূপ ফলাফল না পেয়ে হতাশ হয়ে থাকেন, তবে ওয়েবসাইটের শিরোনামে অনুসন্ধানের কৌশলটি ব্যবহার করতে পারেন।আপনি যদি
intitle:
ট্যাগ ব্যবহার করে সার্চ করেন তবে গুগল বট যে সমস্ত ওয়েবসাইটের
শিরোনামে আপনার কিওয়ার্ড রয়েছে
শুধুমাত্র সেইসব ওয়েবসাইট গুলো
রেজাল্ট পেইজে প্রদর্শিত করবে যেমন
intitle:Bangladesh
৮। info:
গুগল সার্চে info: ট্যাগ ব্যবহার করে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের একাধিক তথ্য পাওয়া যায়।যেমন ওয়েব সাইটের ব্যাকলিঙ্ক,ওয়েবসাইটের ক্যাশ,ওয়েবসাইটটি গুগলের
ইনডেক্সে অন্তর্ভুক্ত আছে কিনা ইত্যাদি
info:somewhereinblog.net
৯। cache:
আপনি কি এমন একটি সাইটে প্রবেশ করতে চান, যেটা আপনার কর্পোরেট
ফায়ারওয়াল অথবা আপনার দেশে
নিষিদ্ধ?এক্ষেত্রে গুগল আপনাকে সাহায্য করতে পারে,ব্যবহার:
cache:websitename.com
১০। fill in the blanks
ধরুন আপনি একটি শহরের নাম জানেন Alabama কিন্তু সেটা কোথায় অবস্থিত সেটা জানেন না। গুগলে গিয়ে লিখুন
alabama is located in (*),
মানে শুন্যস্থানে ব্র্যাকে ব্র্যাকেটের
মাঝে ষ্টার দিয়ে দিন এবার দেখুন তার সম্পর্কে সব তথ্য এসে গেছে।
১১। link:
কোন নির্দিষ্ট সাইটের লিঙ্ক কোন কোন সাইটে ব্যবহার করা হয়েছে জানা দরকার?এই সিনট্যাক্সের মাধ্যমে কাজটি করতে পারবেন
link:desteaminstitute.com
লিখে সার্চ করলে যে সমস্ত সাইটে desteaminstitute.com এর
লিঙ্কটি ব্যবহার করা হয়েছে সেটা রেজাল্ট হিসেবে দেখাবে।
১২। calculation
গুগলকে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যায়!যে হিসাবটি করতে চান তা যথাযথভাবে সার্চ বক্সে লিখতে হবে।
উদাহরণস্বরূপঃ
2 + 3
3*2+1
sqrt 9
sin 90 + log 10
লিখুন, সার্চ করুন, দেখুনা কি রেজাল্ট আসে।
১৩। ~
কোন নির্দিষ্ট শব্দের সমার্থক শব্দ দরকার?গুগলে নির্দিষ্ট শব্দের আগে (~) টিলড চিহ্নটি বসিয়ে সার্চ দিলে সমার্থক শব্দ পেয়ে যাবেন। যেমনঃ
~gorgeous
লিখে সার্চ দিয়ে দেখুন তো কতগুলো সিনোনিম খুজে পাওয়া যায়। ফিচারটির নাম সিনোনিম সার্চ।
১৪। define:
আপনি যদি কোন শব্দের সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন।
উদাহরণ: define:plethora
১৫। weather:
পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়া পূর্বাভাস জানতে গুগল সার্চ ব্যবহার করুন।
লিখুন weather:[place/city]
অথবা weather [place/city]।
যেমনঃ লিখুন ও সার্চ করুন
weather:Dhaka
বা weather:Geneva
তবে এখানে শহর বা জায়গাটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ হতে হয়।
১৬। warez
প্রয়োজনীয় বই বা টিউটোরিয়ালের
ফ্রি ডাওনলোড লিঙ্ক পাচ্ছেন না? কোন সমস্যা নেই। সেই বই বা টিউটোরিয়ালের নামের শেষে একটা স্পেস দিয়ে warez লিখে সার্চ দিন, দেখুন কত কত পাইরেটেড ফ্রি ডাওনলোডের লিঙ্ক চলে আসছে।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
তবে গুগলের আরো আছে অনেক কিছুই সেগুলো সামনে লিখব আজ এই পর্যন্তই আশাকরি তথ্যগুলো আপনাদের কাজে দিবে।

No comments:

Post a Comment