বুঝার দিন থেকে পড়ালেখা শেষ করার দিন পর্যন্ত আমার জীবনের প্রতিটি দিন ছিল আমার মনে রাখার দিন তাই হয়ত আল্লাহ বেকার জীবনের শাস্তিটা আমার জীবনে একটু কম লিখেছিল।তার পরও আমার যে ছয়মাস এর মত বেকার লাইফ ছিল তাতেই আমি হারে হারে টের পেয়েছি এটা কত বড় কষ্টের এটা কত যন্ত্রণাদায়ক।
.
বড় ছেলের মত হয়ত আমার ফেমেলী আমার উপর ডিপেনডেন্ট না তার পরোও আমি এটার কষ্টটা জানি।
.
কিন্তু একটা কথা সবার জানা উচিত রিজিক এক মাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে রিজিক এক মাত্র আল্লাহই দিতে পারে। মামা খালু চাচা বা অন্য কেউ না।
.
একটা প্রশ্নের উওর দিতে পারেন যাদের রিজিক দরকার…?
আপনি কত দিন রাতের ঘুম ছেড়ে তাহাজ্জুদ নামাজে ধারিয়েছেন রিজিকের জন্য, কত দিন কাটিয়েছেন নামাজ কাজা না করে এটার উওর আগে মিলিয়ে আসুন এর পর চাকরী পাইনি বইলেন।
.
আমিও অনেক বড় ভাই দের কাছে ঘুরছি অনেক রিলেটিভ কে ফোন করে টাকা শেষ করেছি বাট হয়নি কিন্তু যেদিন থেকে নামাজে ধারিয়েছি তার কিছুদিন পরই কোন রেফারেন্স ছারাই জব পেয়েছি।তাই যাঁদের চাকরি দরকার একটা কথাই বলবো রাতের ঘুম কমিয়ে দিন গভীর রাতে আল্লাহর সামনে হাজিরা দিন। আপনার জব ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে।
.
বড় ছেলের মত হয়ত আমার ফেমেলী আমার উপর ডিপেনডেন্ট না তার পরোও আমি এটার কষ্টটা জানি।
.
কিন্তু একটা কথা সবার জানা উচিত রিজিক এক মাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে রিজিক এক মাত্র আল্লাহই দিতে পারে। মামা খালু চাচা বা অন্য কেউ না।
.
একটা প্রশ্নের উওর দিতে পারেন যাদের রিজিক দরকার…?
আপনি কত দিন রাতের ঘুম ছেড়ে তাহাজ্জুদ নামাজে ধারিয়েছেন রিজিকের জন্য, কত দিন কাটিয়েছেন নামাজ কাজা না করে এটার উওর আগে মিলিয়ে আসুন এর পর চাকরী পাইনি বইলেন।
.
আমিও অনেক বড় ভাই দের কাছে ঘুরছি অনেক রিলেটিভ কে ফোন করে টাকা শেষ করেছি বাট হয়নি কিন্তু যেদিন থেকে নামাজে ধারিয়েছি তার কিছুদিন পরই কোন রেফারেন্স ছারাই জব পেয়েছি।তাই যাঁদের চাকরি দরকার একটা কথাই বলবো রাতের ঘুম কমিয়ে দিন গভীর রাতে আল্লাহর সামনে হাজিরা দিন। আপনার জব ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে।
…..২
আসলে মেহজাবিন এর মত এত ভাল একটা লাভার হারিয়ে ফেলাটা সত্যি কষ্টকর ছিল অপূর্বর জন্য বাস্তবেও তাই। সত্যি কথা বলতেই বড় ছেলেতে যে রকম লাভ দেখানো হয়েছে সে রকম হয়ত অহর অহর হচ্ছে আমাদের চারপাশে আবার বিপরীত ও আছে। আসলে সবাই ভাল কিছুকে ধরে রাখতে চায় সেটা লাভার আর সম্পদ যাই হউক না কেন কিন্তু সময় অনেক নিষ্ঠুর আমাদের অপরাধী বানিয়ে দেয় আমাদের বিবেক কে থামিয়ে দেয়।
.
নাটকে একটা মানসিক চাপের কথা বলে অপূর্ব, আমি আগে কোন স্টুডেন্ট কে বকা দিতাম না এখন অল্পতেই রেগে যাচ্ছি আসলে এটা ঠিক যখন আপনি অনেক মানসিক চাপের মধ্য দিয়ে যাবেন তখন আপনি সাধারণ অনেক ভাল কিছুই হারিয়ে ফেলবেন তখন মিস্টিকেও তিতা মনে হয়। তাই অপূর্বর এই কথাটাই ভাল লাগছে আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া যাতে অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি দুজনের ভালবাসাটা থাকে।
.
বিদায় সবসময়ি কঠিন এবং কষ্টের আর সেটা যদি হয় ভালবাসার মানুষের বা ভাল লাগার মানুষের তাহলে সেই কষ্টটা প্রকাশ করার ভাষা হয়ত আজো উৎপত্তি হয়নি। মানুষ পৃথিবীর সেরা প্রানি তাদের অনেক কিছুই পারতে হয়, চোখের পানি তারা সবসময় ঝরাতে পারেনা তাদের অনেক সময়ই অভিনয় করতে হয় অনেকের কষ্ট কাদে নিয়েও বলতে হয় আমার কোন কষ্ট হচ্ছেনা। বড় ছেলে আমার দেখা প্রিয় নাটকের একটি হয়ে থাকাবে আজীবন। ধন্যবাদ এর সাথে জড়িত সবাইকে।
আসলে মেহজাবিন এর মত এত ভাল একটা লাভার হারিয়ে ফেলাটা সত্যি কষ্টকর ছিল অপূর্বর জন্য বাস্তবেও তাই। সত্যি কথা বলতেই বড় ছেলেতে যে রকম লাভ দেখানো হয়েছে সে রকম হয়ত অহর অহর হচ্ছে আমাদের চারপাশে আবার বিপরীত ও আছে। আসলে সবাই ভাল কিছুকে ধরে রাখতে চায় সেটা লাভার আর সম্পদ যাই হউক না কেন কিন্তু সময় অনেক নিষ্ঠুর আমাদের অপরাধী বানিয়ে দেয় আমাদের বিবেক কে থামিয়ে দেয়।
.
নাটকে একটা মানসিক চাপের কথা বলে অপূর্ব, আমি আগে কোন স্টুডেন্ট কে বকা দিতাম না এখন অল্পতেই রেগে যাচ্ছি আসলে এটা ঠিক যখন আপনি অনেক মানসিক চাপের মধ্য দিয়ে যাবেন তখন আপনি সাধারণ অনেক ভাল কিছুই হারিয়ে ফেলবেন তখন মিস্টিকেও তিতা মনে হয়। তাই অপূর্বর এই কথাটাই ভাল লাগছে আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া যাতে অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি দুজনের ভালবাসাটা থাকে।
.
বিদায় সবসময়ি কঠিন এবং কষ্টের আর সেটা যদি হয় ভালবাসার মানুষের বা ভাল লাগার মানুষের তাহলে সেই কষ্টটা প্রকাশ করার ভাষা হয়ত আজো উৎপত্তি হয়নি। মানুষ পৃথিবীর সেরা প্রানি তাদের অনেক কিছুই পারতে হয়, চোখের পানি তারা সবসময় ঝরাতে পারেনা তাদের অনেক সময়ই অভিনয় করতে হয় অনেকের কষ্ট কাদে নিয়েও বলতে হয় আমার কোন কষ্ট হচ্ছেনা। বড় ছেলে আমার দেখা প্রিয় নাটকের একটি হয়ে থাকাবে আজীবন। ধন্যবাদ এর সাথে জড়িত সবাইকে।
No comments:
Post a Comment