মেহজাবিন একটা অপরূপ সুন্দরের নাম আর নাটকটা একটা মুগ্ধতার। দেখলে মনে হবে দুটা চুম্বক পরস্পর কাছে আসতে চাচ্ছে বাট পারছেনা কারন দুজনেই লজ্জাবতী। অন্যরকম একটা ফিলিংস……. শুদ্ধতা, প্রবিত্রতা, না বলে ভালবেসে যাওয়া, বিপ্লব ইউসুফ এর পরিচালনায় ভাল লাগার একটা নাটক…!
মনের ডাইরিতে জমে থাকা ভালবাসার বিস্ফোরণ হয় যখন তখন মেয়েটি অনিশ্চয়তার সামনে ধারিয়ে….কি করবে সে, কারন এখন সে যানে না ভালবাসার মানুষটি তাকে ভালবাসে কিনা বাট নাজেনেই সে ঘটিয়ে ফেলেছে অনেক বড় রকমের বিপদ……..!! নানা কাহিনী আর জটিলতার মধ্য দিয়ে চলা নাটকটি দেখে ভাল লেগেছে।
রোমান্টিক ধাঁচের এই নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং মেহজাবীন চৌধুরী। ‘আন্তঃনগর প্রেম’ নাটকটির গল্প লিখেছেন মাহমুদ রাহাত। আর চিত্রনাট্যের কাজটি যৌথভাবে করেছেন ইমরাউল রাফাত ও ইমেল হক।
খুব অল্প বাজেট মনে হয়েছে বাট ১০০ পাবার মত হয়েছে…. নাটকের করিওগ্রাফি ও ভাল লেগেছে যেখানে একটি পাখি একটি কান্ডকে খেতে চায় কান্ড নিয়ে টানাটানি করে পরে দেখাগেল কান্ডটি পাখিকে টেনে মাঠির ভিতরে একটি খোলা যাগায় নিয়ে গেল আর সেখানে একজন একজন করে পাখির সাথে মঝা করেছে……এক কথায় অস্থির কোরিওগ্রাফি।
No comments:
Post a Comment