নকশাল!! Naxsal
২০১৫ সালে মুক্তি পাওয়া একটি ছবি যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। এই মুভিতে জিৎ এর মুভির মত অত মারামারি নেই নেই দেব এর মুভির মত অত ইমোশনও কিন্তু ছবিতে মিঠুন চক্রবর্তী একটা গল্প বলে যেটা নকশাল আন্দলন এর গল্প বা সেই সময়ের বিদ্রোহীদের গল্প। আসলে কোন বিদ্রোহ শুরু হলে কেউ বিদ্রোহ করে আর কেউ সুযোগ নেয়, ছবিতে সেই চিত্রটাও খুব সুন্দর ভাবে ফুটেছে।আরো ফুটানো হয়েছে আমাদের রাজনৈতিক ব্যাক্তিদের চরিত্র এবং তাদের চারপাশের লোকজন এর চরিত্র।
ছবিটা শুরু হয় সেই সময়ের কৃষকদের শোষণ নিপীড়ন এর বিরুদ্ধে আন্দলন দিয়ে আর শেষ হয় একজন স্বার্থপর বন্ধুকে একটা গুলি করে মারার মধ্য দিয়ে। যে কিনা সেই আন্দলনের সুযোজ নিয়ে আজ কোটিপতি, মালিক হয়েছে একটা নিউজ চ্যানেল এর। তার আবার পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে অনেক জানাশোনা। যে কিনা মিঠুন চক্রবর্তীর বলা গল্পটা তার চ্যানেলে প্রচার করে পুরা দেশে হইচই ফেলেদেয়। বাট সে ই ছবির বড় ক্রিমিনাল দের একজন। এই চরিত্রে অভিনয় করেন ধ্রিটিমন চ্যাটটেরজী।
ছবিতে গল্পের অনেক গুলো চরিত্র থাকে আসলে গল্পটা মিঠুন চক্রবর্তী পুলিশ নিউজ চ্যানেল আর রেল কর্তৃপক্ষকে ফ্যাক্স করে পাঠায় যেটার মূল থিম একজন গরিব কম মাইনে পাওয়া মানুষের একটা বড় স্বপ্ন দেখার পর কি হয় কিভাবে তারা ব্যাংকের লোনের ফাদে পরে কিভাবে একটা নিজের বাড়ি বা ফ্লাট এর ফাদে পরে নিজেদের সুখগুলোকে হারাম করে দেয় কিভাবে একজন সুন্দরি মা তার সন্তানের চিকিৎসা খরচ জোগাতে মন্ত্রীর উপভোগের বস্তুতে পরিনত হয়।
.
দেখান হয় কিভাবে গরিব গরিব থেকে যায় আর বড়লোকরা তাদের শোষন করে আরো উপড়ে উঠে যায়। আর কিভাবে আমরা অনিচ্ছা সত্বেও তাদের দ্বারস্থ হই। আর কিভাবে তারা সেই সুযোগ কাজে লাগায়।যেখানে মন্ত্রী চরিত্রে অভিনয় করেন শংঙ্কর চক্রবর্তী।
.
দেখান হয় কিভাবে গরিব গরিব থেকে যায় আর বড়লোকরা তাদের শোষন করে আরো উপড়ে উঠে যায়। আর কিভাবে আমরা অনিচ্ছা সত্বেও তাদের দ্বারস্থ হই। আর কিভাবে তারা সেই সুযোগ কাজে লাগায়।যেখানে মন্ত্রী চরিত্রে অভিনয় করেন শংঙ্কর চক্রবর্তী।
আসলে সব মানুষই স্বপ্ন দেখে অনেক বড় স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পুরোনে সামর্থ্য কত টুকু আছে সেটাত আগে বুঝতে হবে। ছবিটাতে একটা পার্ট আছে যেখানে একজন সরকারী কর্মকর্তা ঘুষ খেয়ে প্রমোশন পায় আর একজন চাকুরী হারায়। তাই বাচতে হলে রাজনীতিও ভাল জানা চাই নয়ত প্রমোশন তো নয়ই বং চাকুরীটাই খুয়াতে হবে। আমরা সবাই আসলে একটা ভাল জীবন চাই যেখানে থাকবেনা কোন অভাব থাকবেনা কোন অশান্তি থাকবেনা এমন কেউ যে কিনা সবসময় আমাদের পিছনে লেগে থাকবে আমাদের ক্ষতি করার জন্য।….
বাট আসলে আমাদের লাফটা কি এরকম…..
না।
না।
এখানে সবাই কাড়াকাড়িতে ভেস্তো। এই কাড়াকাড়িতে যার শক্তি বেশি সেই খাবে আর যার শক্তি কম সে মারা পরবে।
ছবিটা দেখতে পারেন। কিছু গল্প যানা হবে একটা বাস্তব জীবনের।
No comments:
Post a Comment