বেলাশেষে। সেরা মুভির সেরা - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Saturday, October 7, 2017

বেলাশেষে। সেরা মুভির সেরা


আমার লাইফে দেখা সেরা ছবিগুলার একটি হল বেলাশেষে। এই মুভিতে আসলে বিবাহিত জীবনটাকে এতটা সুন্দর, ইমোশনালি এবং হার্টটাচিং করে উপস্থাপন করা হয়েছেযে এক কথায় অসাধারণ। মুভিতে অভিনয় করেছে বাগাবাগা সব অভিনেতারা। Soumitra Chatterjee, Swatilekha Sengupta, Rituparna Sengupta, Aparajita Adhya, আরো অনেকে। এদের থেকে ভাল করে কেউ হয়ত এই গল্পটা বলতে পারতনা।
এটা একটা আর্ট ফিল্ম।আর্ট ফিল্ম দেখার কিছু নিয়ম আছে এটা আসলে আমার দেখতে দেখতে উপলব্ধি বা ধারনা বলতে পারেন। আর্ট ফিল্ম দেখতে হবে অনেকটা নিরব জাগায় কারন আর্ট ফিল্ম এর কথা গুলো একটু আস্তেই আসে। তাছাড়া অন্ধকার হলে ভাল হয় বিশেষ করে রাতে আর্ট ফিল্ম দেখা আমার মতে উপযুক্ত সময়। কারন তখন মন এক প্রকার সান্ত থাকে কোন কাজে জাবার তারা থাকেনা তাই খুব মন দিয়ে মুভিটা দেখা যায়। আর্ট ফিল্ম এর প্রথম শুরুটা হয়ত অত ইন্টারেস্টিং না বা কিছুটা দেখলেও ভাল লাগবেনা, যখন আপনি এটা মিনিমাম ১/৩ দেখবেন দেন এটা আপনার ভাল লাগতে থাকবে। এর পর যত দেখবেন ততই ভাল লাগবে। তবে সব আর্ট ফিল্ম কিন্তু ভাল না মানে আমার মনে হম ৫০-৫০ মানে ১০০ ফিল্মের মধ্যে আপনি ৫০ টা ভাল পাবেন যেটা দেখার মত বা মনে রাখার মত।
১ কোটি টাকার বাজেটের এই মুভি আমার আছে হাজার কোটি মনে হয়েছে। বলতে পারেন নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ভাল মুভির অন্যতম। মুভিটি ২০১৫ সালের ১ এ মে মুক্তি দেওয়া হয় কলকাতার হলগুলোতে ২.৩ কোটি আয় করা এ মুভিটিকে সফল না বলে উপায় নেই।
তাহছান মিথিলার বিচ্ছেদের পর এখন এটাই সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দারিয়েছে। দুনিয়ার প্রায় সবাই এখন উন্নতির দিকে দৌড়াচ্ছে আমার কেনই যেন মনে হচ্ছে এই দৌড় এর স্পিড যত বারছে আমাদের মানবিক জিনিসটা ততই দুর্বল হয়ে পরছে নয়ত আমরা কেন এমন দেখছি আজকের দুমধাম করে করা বিয়ে এক মাস পড় ভেঙ্গে যাচ্ছে। আগেত মানুষের ১০০ টাকা ১০০০ টাকা কাবিন হত তাও এত বিয়ে ভাংত না আর এখন ১০ লাখ ১ কোটিতেও টিকেনা। আসলে সবসময় ই একটা জিনিস খেয়াল করে দেখি বিয়ে ভাংগার পর মেয়েদের অভিযোগ থাকে ও ফেমেলিকে কেয়ার করে সময় দেয়না কথাটা আমায় কছে সত্যি হনে হয়। সময় রিলেশন এর ক্ষেত্রে একটা অনেক বড় ফ্যাক্টর। কে কিভাবে সময় চায় তার একটা নমুনা এই মুভিটাতে পাবেন।
বৃদ্ধ বয়সে মানুষ নাকি সবচেয়ে মুল্যহীন হয়ে পরে অনেক ফেমেলি তাদের বোঝা মনে করে আসলেই কি তাই, এই ব্যাপারটাও অনেক সুন্দর করে ফুটনো হয়ছে এখানে। তাছাড়া ভালবাসাও পরিবর্তনশীল বিয়ের আগের প্রেম এক রকম বিয়ের পরেরটা অন্য রকম আবার বৃদ্ধ বয়েসে অন্য রকম। প্রতিটা স্টেজের ভালবাসা ভিন্ন ভিন্ন চাহিদা কামনা করে আপনি যদি এই চাহিদা গুলো না বুঝেন আপনার সংসার এ খুব বেশি শান্তি পাবেন তা বলা কঠিন। এই মুভিটাতে এই ব্যাপার গুলো এতই সুন্দর করে দেখানো হয়েছে এক কথায় অসাধারণ।

No comments:

Post a Comment