বাংলাদেশ: টেস্ট ক্রিকেট - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Friday, October 6, 2017

বাংলাদেশ: টেস্ট ক্রিকেট


টেস্ট ক্রিকেট (ইংরেজি ভাষায়Test Cricketক্রিকেট খেলার দীর্ঘতর সংস্করণ যা টেস্ট ক্রিকেট বা টেস্ট ম্যাচ হিসেবে পরিচিত। এছাড়া ক্রিকেট বোদ্ধাদের কাছে আসল ক্রিকেট বলে পরিচিত। সাধারণত একে কোন একটি দলের ক্রিকেট খেলার সক্ষমতা যাচাইয়ের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পূর্বে ৬-দিনব্যাপী অনুষ্ঠিত হতো। পরবর্তীতে তা পাঁচদিনে নিয়ে আসা হয় ও মাঝখানে একদিন বিশ্রাম রাখা হয়। বর্তমানে বিশ্রাম রাখা হয় না ।স্বাধীন বাংলাদেশের ক্রিকেট টিম হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিম আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে দপ্রতিনিধিত্ব করে। যারা দ্য টাইগার নামেও বহুল পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দল পরিচালনা করে।বাংলাদেশ আইসিসি`র টেস্ট  আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভুক্ত। দশম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।

  1. বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি’র সদস্যপদ লাভ করে –  ২৬ জুন ২০০০ সালের
  2. বাংলাদেশ প্রথম টেস্ট খেলে কার সাথে – ভারত এর সাথে
  3. বাংলাদেশ কত তম টেস্ট খেলুরে দেশ – দশম টেস্টখেলুড়ে দেশ
  4. বাংলাদেশ প্রথম টেস্ট খেলে কত তারিখে – ১০  নভেম্বর ২০০০ সালে (10-13 নভেম্বর)
  5. বাংলাদেশ প্রথম টেস্ট খেলে কোথায়- বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম , ঢাকা
  6. কার নেতৃত্বে বাংলাদেশ প্রথম টেস্ট মেস খেলে – Naimur Rahman Durjoy
  7. কে প্রথম বাংলাদেশি টেস্ট খেলয়ার হিসেবে হ্যাট্রিক করে – অলোক কাপালি (২৯ আগস্ট, ২০০৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্ট সিরিজের ২য় টেস্টে তিনি হ্যাট্রিক লাভ করেন। পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় সাব্বির আহমেদদানিশ কানেরিয়া ও উমর গুল তার শিকারে পরিণত হন)
  8. কে প্রথম বাংলাদেশি টেস্ট খেলয়ার হিসেবে সেঞ্চুরি করে – আমিনুল ইসলাম (১৪৫ রান করেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট মেসে)
  9. বাংলাদেশের প্রথম টেস্ট মেস কত উকেট এ হারে – ৯ উকেট এ ( ভারত এর বিপক্ষে ২০০০ সালে )
  10. বাংলাদেশ প্রথম টেস্ট জিতে কার সাথে – জিম্বাবুয়ের সাথে (২০০৫ সালে)
  11. বাংলাদেশ প্রথম টেস্ট জিতে কত বছর পর – ৫ বছর ( জিম্বাবু)
  12. কার নেতৃত্বে বাংলাদেশ প্রথম টেস্ট মেস জিতে –
  13. বাংলাদেশের প্রথম টেস্ট মেস কত রানে জিতে – ২২৬ ( জিম্বাবু)
  14. কোথায় বাংলাদেশ প্রথম টেস্ট মেস জিতে – MA Aziz Stadium  (Chittagong Stadium bangladesh)
  15. কত তম মেসে বাংলাদেশ প্রথম টেস্ট মেস জিতে – ৩৫ তম মেস ( জিম্বাবুর সাথে)
  16. বাংলাদেশ ১০০ তম টেস্ট খেলে কার সাথে – Sri Lanka (14th March, 2017)
  17. বাংলাদেশ ১০০ তম টেস্ট জিতে কার সাথে – Sri Lanka (15th March, 2017)
  18. কোথায় বাংলাদেশ ১০০ তম টেস্ট মেস জিতে – P Sara Oval, Colombo (Sri Lanka)
  19. কার নেতৃত্বে বাংলাদেশ ১০০ তম টেস্ট মেস খেলে – Mustafizur Rahman
  20. বাংলাদেশ এখন পর্যন্ত কতটা টেস্ট মেস জিতে – ৯ টা (১৫ মার্চ ২০১৭ পর্যন্ত
  21. বাংলাদেশের ১০০ তম টেস্ট মেস কত উকেট এ জিতে – ৪ উকেট এ ( শ্রিলঙ্গাকার বিপক্ষে ২০১৭ সালে )
  22. বাংলাদেশ কত তম দেশ যারা ১০০ তম টেস্ট মেস জিতে – ৪ (Earlier Australia, the West Indies and Pakistan won their respective 100th Tests)
  23. তামিম ইকবাল এর টেস্ট অভিষেক কবে কার বিপুক্ষে – ২০০৮ এর জানুয়ারিতে নিউজিল্যান্ড এর বিপক্ষে
  24. বাংলাদেশি কে প্রথম টেস্টে ডাবল সেন্চুরী করেন?? Mushfiqur rohim

No comments:

Post a Comment