কে কাকে শপথ পড়ান - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Friday, October 6, 2017

demo-image

কে কাকে শপথ পড়ান

download

রাষ্ট্রপতি শপথ করানঃ
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রী গনকে
৩। উপমন্ত্রী দেরকে
৪। প্রতিমন্ত্রী দের।
৫। স্পীকার।
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতি কে

প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।
স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।
প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।
১। সিটি ককর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে?
উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে
৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান কে?
উঃ জেলা প্রশাসক
৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান কে
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা
৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন।
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে
৬। যেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
Comment Using!!

No comments:

Post a Comment