ব্রিকস জোট - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Friday, October 6, 2017

ব্রিকস জোট


প্রচলিত বিশ্বব্যবস্থায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত উদীয়মান উন্নয়নশীল পাঁচ দেশের জোট ‘ব্রিকস’কে অনেকেই নতুন শক্তি হিসেবে দেখছেন। (বি-ব্রাজিল, আর-রাশিয়া, আই-ইন্ডিয়া, সি-চায়না ও এস-সাউথ আফ্রিকা) তবে এ জোটের কার্যকারিতা নিয়ে সমালোচনাও আছে বেশ।
২০০১ সালে বিনিয়োগ আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জিম ও’নেইল প্রথম ব্রিক ধারণাটি প্রবর্তন করেন। তখন অবশ্য দক্ষিণ আফ্রিকাকে এ জোটে বিবেচনা করা হয়নি।  24 December 2010, ব্রিক জোটে দেশটির অন্তর্ভুক্তির মাধ্যমে নামকরণ করা হয় ব্রিকস।

বিশ্বের এক -চতুর্থাংশ ভূমি ব্রিকস ভুক্ত দেশ সমুহের ।

No comments:

Post a Comment