কাজী নজরুল ইসলাম
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ।
- জন্মঃ ২৪ – মে – ১৮৯৯ (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬)
- মৃত্যুঃ ২৯, আগস্ট ১৯৭৬ (ভাদ্র ১২, ১৩৮৩)
- তার জন্ম স্থানঃ বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
- কাজী নজরুল ইসলামকে কোথায় সমাধিস্থ করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়
- মধ্যবয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন ।
- তার বাবার নামঃ তাঁর বাবা ফকির আহমদ
- তার বাবা কি করতেনঃ তার বাবা ছিলেন ছিলেন স্থানীয় মসজিদের ইমাম
- তার বাবা মৃত্যু বরন করেন কবেঃ ১৯০৮ সালে তাঁর পিতার মৃত্যু হয়,
- তখন তার বয়স কত? তখন তার বয়স মাত্র নয় বছর
- কোন শতাব্দীর কবি ছিলেন? বিংশ শতাব্দীর
- তাকে কি নামে ডাকা হত – তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকেবিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে এছাড়া তাকে আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে ডাকা হয় ।
- তার ডাক নাম কি ছিল ? “দুখু মিয়া
- তিনি প্রায় ৩ হাজার গান রচনা এবং বেশিরভাগই সুরারোপ করেছেন। যেগুলো নজরুলসঙ্গীত নামে পরিচিত।
- তিনি কবে ঢাকা আসেন -বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৪ মে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন।
- বাংলাদেশ এর নাগিরক্ত পান কবে? ১৯৭৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ।
- তার প্রকাশিত পত্রিকা কি কি ? দৈনিক নবযুগ ( সান্ধ্য দৈনিক পত্রিকা ) , ধূমকেতু (১৯২২ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট প্রকাশিত হয়) ও লাঙ্গল (১৯২৫ সাল)
- রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন কবে? ১৯২১ সালের অক্টোবরে তিনি শান্তি নিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্মাননা
- ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়
- বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে
- ১৯৭৪ বছরের ২১ ফেব্রুয়ারিতে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে কবি নজরুলকে ‘জগত্তারিণী পদক’ প্রদান করে? ১৯৪৫ সালে
উৎসর্গ
- কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? সঞ্চিতা।
- কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল? বিদ্রোহী।
- ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন? মিসেস এম রহমান
তার রচনা।
- নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা, ১৯২২ সালে প্রকাশিত হয়
- কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? মুক্তি (১৩২৬ বাং)।
- ‘সাম্যবাদী’ নজরুল ইসলামের কোন শ্রেণীর রচনা? কত সালে প্রথম প্রকাশিত হয়? কবিতা, ১৬ ডিসেম্বর, ১৯২৫ ‘লাঙ্গল’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ।
- কবি নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? বাউণ্ডেলের আত্মকাহিনী।
- নজরুল ইসলামের প্রথম রচনা ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১৩২৬ বঙ্গাব্দ ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয় ।
- বাংলাদেশ এর রন সঙ্গীত কার লিখা? কাজী নজরুল ইসলাম রচিত “চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল” বাংলাদেশের রণসংগীত হিসাবে গৃহীত
- নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়? ১৩৩৮ (১৯২১), কার্তিক সংখ্যা, মোসলেম ভারত পত্রিকায়।
- পদ্মগোখরা - কাজী নজরুল ইসলামে একটি রচিত গল্প।
কারাবরণ
- নজরুল প্রথমবার কত সালে কারাগারে যান? ১৯২২ সালে।
- প্রথমবার কি কারণে নজরুলের কারাবাস হয়? ধূমকেতুর শারদীয় সংখ্যায় “আনন্দময়ীর আগমন” এবং “বিদ্রোহীর কৈফিয়ত” প্রকাশের জন্য।
- দ্বিতীয় বার কেন নজরুলের কারাবাস হয়? ১৯৩০ সালে “প্রলয় শিখা” কবিতা রচনার জন্য
No comments:
Post a Comment