এখন আর ফাইল হারানোর কোন কারন নেই ।আপনার ফাইল রাখুন ক্লাউড স্টোরেজে । - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Monday, December 3, 2018

এখন আর ফাইল হারানোর কোন কারন নেই ।আপনার ফাইল রাখুন ক্লাউড স্টোরেজে ।




ক্লাউড স্টোরেজ কি......?

অনলাইন হোস্টে আপনার প্রয়োজনীয় তথ্য বা ডাটা সংরক্ষণের মাধ্যম হল এই ক্লাউড স্টোরেজ।সহজ বাংলায় বল্লে আপনি এখন আর আপনার হার্ডডিক্সে ফাইল না রেখে রাখবেন গুগুলের সার্বারে বা ড্রপবক্স এর সার্বারে ।যার ফলে আপনার হার্ডডিক্স ক্রাস করলেও ফাইল হারাবেনা ।আবার যেকোন যায়গা থেকে আপনি আপনার ফাইলগুলো একসেস করতে পারবেন যদিও আপনার কম্পিউটার সাথে না থাকে ।




1  ●  মেগাঃ 
এটা একটা ক্লাউড স্টোরেজ যে আপনায় ফ্রিতে 70GB দিবে ফাইল রাখার জন্য।মানে এখানে ফাইল রাখলে আপনার ফাইল থাকবে মেগার সার্বরে যা কখনো হারানোর কারন নেই ।এটা আপনি পিসিতে ইন্সটল করে ব্যাবহার করতে পারবেন।
    ●  ড্রপবক্সঃ 
এটা আপনার 2.0GB দেবে ফ্রিতে ।এগুলো থেকে আবার শেয়ার নেটওয়ার্কিং ও করতে পারবেন । মানে একটা ফাইল একটা জাগায় থাকবে বাট একসেস করতে পারবে অনেকে । ।এটা আপনি পিসিতে ইন্সটল করে ব্যাবহার করতে পারবেন।





    ● ওয়ান ড্রাইভঃ
এটা উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে এটা থেকে ফিতে 5.0GB ব্যাবহার করতে পারবেন ।এটার ফিচার অসাধারন , ব্যাবহারও সহজ ।

Download 




    ● গুগুল ড্রাইভঃ
এটা আপনায় ফ্রিতে 15.0GB দিবে ব্যাবহারের জন্য । গুগুল মানেই অসাধারন সব কিছু ।নিরাপদ ফাইল স্টেরেজ এর জন্য গুগুলো জুরি নেই ।এটা একই সাথে ইমেইল এর সাথেও ব্যাবহার করতে পারবেন ।

 Go to Drive




    ● ডিগোঃ
এটা আপনায় ফ্রিতে 100.0GB দিবে । 500.0GB পর্যন্ত ফ্রি ব্যাবহার করা যাবে রেফার করে ।এক কথায় অসাধারন ।পুর একটা ড্রাইভ অনলাইন ...কি কেমন লাগে 

Download 

আরো বহুত আছে নেটে সার্স দিলেই পেয়ে যাবেন ।

No comments:

Post a Comment