বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Sunday, November 4, 2018

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান




শেখ মুজিবুর রহমানঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাঙালীর অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলন এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহন করেন তিনি বাবা মায়ের তৃতীয় সন্তান ছিলেন।
 প্রাচীন বাঙ্গালি সভ্যতার আধুনিক স্থপতি হিসাবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা বলা হয়ে থাকে।১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের একটি জাতীয় সম্মেলনে তিনি ৬ দফা  উত্থাপন করেন যাকে বাঙ্গালির মুক্তির সনদ বলয়া হয়ে থাকে।রাষ্ট্রভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন ,উনসত্তরের গণঅভ্যুত্থান এ তার অবদান ছিল বলার মত। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন মহানায়ক।তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব এবং শেখ সাহেব হিসাবে বেশি পরিচিত এবং তার উপাধি বঙ্গবন্ধু। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।


১৫ আগস্টঃ  ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কলঙ্কিত দিন। জাতীয় শোক দিবস। বাঙালির ইতিহাসে কালিমালিপ্ত ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতা-সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকজন চক্রান্তকারী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন।রাজনীতির সঙ্গে সামান্য সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও নারী এবং শিশুদেরও সেদিন হত্যা করেছে ঘাতকেরা।১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তাঁর স্ত্রী বেগম ফজিলাতুননেসা মুজিব; ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল কিন্তু দেশের বাইরে থাকায় ঘাতক চক্রের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভোন শেখ রেহানা।


● অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান র

(প্রথম প্রকাশঃ ২০১২)
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
১৭ মার্চ, ১৯২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

● বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে? গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

● বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে? গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

● বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?  ২৪ নম্বর কক্ষে।

● বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?  ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

● বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?  ১৯৪৬ সালে।

● বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে? ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

● বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?  আইন বিভাগের।

● বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন? ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।

● বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে? ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।

● ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?  যুগ্ম সম্পাদক।

● ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?  ১৪ ফেব্রুয়ারি।

● যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? গোপালগঞ্জ আসনে।

● বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

● ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?  কম্বাইন্ড অপজিশন পার্টি।

● শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে? ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

● শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন? তৎ​কালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

● কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে।(এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​চিতি।)

●  বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে? ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।

●  বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?  ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​চিতি।

●  বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?  এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। (
১৮ মিনিট স্থায়ী ছিল সেই ভাষণ)

● বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ​ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

● ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

● বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?

উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

● বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

● বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

● বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।


● বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।


● বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।


● বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল


● বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

● বঙ্গবন্ধু স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তর:  ফ্রান্স

● সবচেয়ে বড় ম্যুরাল বঙ্গবন্ধু ম্যুরালের উচ্চতা কত ফুট?
উত্তর:  ৪২ ফুট (
চট্টগ্রামে )
● বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কাকে বলা হয় ?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান


● শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষনা করা হয় কবে?
উত্তর: ৩ মার্চ ১৯৭১

● কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষনা করেন?
উত্তর:  আ.স.ম. আব্দুর রব

● শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা করা হয় কোথায়?
উত্তর: পল্টন ময়দানে

● বঙ্গবন্ধুর জেল জীবনের উপর বই
৩০৫৩ দিন (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)  ৩০ জুলাই ২০১৮ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।

● বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক বই - কারাগারের রোজনামচা (বাংলা একাডেমি) ১৭ মার্চ ২০১৭ 


বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেন কে 
১৯৭১ সালের ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক “পয়েট অব পলিটিক্স” বা “রাজনীতির কবি”অভিহিত করে (৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জন্যই তাকে এ উপাধি দেওয়া হয়।)

  শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন ১৯৬৬সালে

  সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি  ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ

  'হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি' কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর উক্তি

No comments:

Post a Comment