- আমাদের দেশের দাপ্তরিক নাম হল – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা – সংসদীয় পদ্ধতির
- অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় কবে – ১০ ই এপ্রিল ১৯৭১ খ্রিস্টাব্দে (মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার বাঃ প্রবাসী সরকার হিসেবেও খ্যাত )
- মুজিবনগর এর পূর্বনাম কি – বৈদ্যনাথতলা ।
- বৈদ্যনাথতলা কোন জেলায় ছিল – মেহেরপুর জেলা।
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়।
- ঐতিহাসিক মুজিবনগর দিবস কবে – ১৭ এপ্রিল
- স্থানটির নাম মুজিবনগর করে কে – তাজউদ্দীন আহমদ
- মুজিবনগরের অস্থায়ী সরকারের সদস্য- ৬ জন
১। রাষ্ট্রপতি (সরকার প্রধান)- শেখ মুজিবুর রহমান
২। অস্থায়ী রাষ্ট্রপতি/প্রেসিডেন্ট – সৈয়দ নজরুল ইসলাম (উপরাষ্ট্রপতি; অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন)
৩। প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমেদ
৪। অর্থমন্ত্রী- ক্যাপ্টেন মনসুর আলী
৫। স্বরাষ্ট্রমন্ত্রী- এ এইচএম কামরুজ্জামান
৬। আইন , সংসদীয় ও পররাষ্ট্রমন্ত্রী- খন্দকার মোশতাক আহমদ - উপদেষ্টা কমিটি ছিল ৯ সদস্য বিশিষ্ট
- মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে? স্থপতি তানভীর করিম ।
- মুজিবনগর স্মৃতি সৌধের ২৩টি ত্রিভুজাকৃতির দেয়ালের তাৎপর্য্য কী ? পাকিস্তান শাসনের ২৩বছরের বঞ্চনার ইতিহাসকে ।
- মুজিবনগর স্মৃতি সৌধের মাঝের গোলাকার স্তম্ভ ৩টি উচ্চতায় বিভক্ত হওয়ার তাৎপর্য্য কী ? ৩টি উচ্চতা , ৭ মার্চ, ২৬ শে মার্চ , ১৭ এপ্রিলকে নির্দেশ করে ।
- মুজিবনগর সরকারের আইনগত ভিত্তিছিল স্বাধীনতার ঘোষণাপত্র ( সংবিধানের ১৫০(২) নং অনুচ্ছেদ , সপ্তম তফসিল।)
- অপারেশন সার্চলাইট সংঘটিত হয় কবে – ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে
Friday, October 6, 2017
About Bangladesh
Tags
# Interview Question
Share This
About Jesan ahmmed
Interview Question
লেবেলসমূহ:
Interview Question
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. We provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment