About Bangladesh - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Friday, October 6, 2017

About Bangladesh



  • আমাদের দেশের দাপ্তরিক নাম হল – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
  • বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা – সংসদীয় পদ্ধতির
  • অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় কবে – ১০ ই এপ্রিল ১৯৭১ খ্রিস্টাব্দে (মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার বাঃ প্রবাসী সরকার হিসেবেও খ্যাত )
  • মুজিবনগর এর পূর্বনাম কি – বৈদ্যনাথতলা ।
  • বৈদ্যনাথতলা কোন জেলায় ছিল – মেহেরপুর জেলা।
  • মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়।
  • ঐতিহাসিক মুজিবনগর দিবস কবে – ১৭ এপ্রিল
  • স্থানটির নাম মুজিবনগর করে কে – তাজউদ্দীন আহমদ
  • মুজিবনগরের অস্থায়ী সরকারের সদস্য- ৬ জন
    ১। রাষ্ট্রপতি (সরকার প্রধান)- শেখ মুজিবুর রহমান
    ২। অস্থায়ী রাষ্ট্রপতি/প্রেসিডেন্ট – সৈয়দ নজরুল ইসলাম (উপরাষ্ট্রপতি; অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন)
    ৩। প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমেদ
    ৪। অর্থমন্ত্রী- ক্যাপ্টেন মনসুর আলী
    ৫। স্বরাষ্ট্রমন্ত্রী- এ এইচএম কামরুজ্জামান
    ৬। আইন , সংসদীয় ও পররাষ্ট্রমন্ত্রী- খন্দকার মোশতাক আহমদ
  • উপদেষ্টা কমিটি ছিল ৯ সদস্য বিশিষ্ট
  • মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে?  স্থপতি তানভীর করিম ।
  • মুজিবনগর স্মৃতি সৌধের ২৩টি ত্রিভুজাকৃতির দেয়ালের তাৎপর্য্য কী ? পাকিস্তান শাসনের ২৩বছরের বঞ্চনার ইতিহাসকে ।
  • মুজিবনগর স্মৃতি সৌধের মাঝের গোলাকার স্তম্ভ ৩টি উচ্চতায় বিভক্ত হওয়ার তাৎপর্য্য কী ? ৩টি উচ্চতা , ৭ মার্চ, ২৬ শে মার্চ ‍, ১৭ এপ্রিলকে নির্দেশ করে ।
  • মুজিবনগর সরকারের আইনগত ভিত্তিছিল স্বাধীনতার ঘোষণাপত্র ( সংবিধানের ১৫০(২) নং অনুচ্ছেদ , সপ্তম তফসিল।)
  •  অপারেশন সার্চলাইট সংঘটিত হয় কবে – ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে

No comments:

Post a Comment