আন্তর্জাতিক
- ১৭ ফেব্রুয়ারি ২০০৫ সালে ইতিহাসের প্রথম টি২০ ম্যাচ আয়োজিত হয় অস্ট্রলিয়া ও নিউজিল্যান্ড এর মধ্যে
- ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি২০ বিশ্বকাপের আসর বসে
- প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত
- প্রথম টি২০ বিশ্বকাপে রানারস আপ পাকিস্তান
- প্রথমবারের মত টি২০ বিশ্বকাপ এশিয়ার মাটিতে বসে ২০১২ সালে (শ্রীলঙ্কায়) এটা ছিল বিশ্বকাপ এরে চতুর্থ আসর ।
- টি২০ বিশ্বকাপ কত বছর পর পর হয় – চার বছর পর পর ( আগে ২ বছর পর পর হত ,২০১৬ ভারত বিশ্বকাপ পর্যন্ত)
- পরবর্তি টি২০ বিশ্বকাপ কবে কোথায় হবে- ২০২০ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
বাংলাদেশ
- বাংলাদেশের টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে কবে ? ২০০৬ সালের নভেম্বরে
- কার বিপক্ষে? জিম্বাবুয়ে এর বিপক্ষে।
- প্রথম বাংলাদেশ টি-টোয়েন্টিতে জিতে কবে ? ২০০৬ সালে জিম্বাবুয়ে এর বিপক্ষে (খুলনা স্টেডিয়ামে)।
- অধিনায়ক কে ছিল? শাহরিয়ার নাফীস
- ম্যাচ সেরা নির্বাচিত হন কে? মাশরাফি।
- টি২০ বিশ্বকাপের পঞ্চম আসর বসে বাংলার মাটিতে ২০১৪ সালে।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে কবে ১৩ সেপ্টেম্বর ২০০৭ ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে কার বিপক্ষে West Indies এর বিপক্ষে ৬ উইকেট এ।
No comments:
Post a Comment