বাংলায় যে দুটি গান আমাদে মুখেই থাকে। - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Wednesday, November 29, 2017

demo-image

বাংলায় যে দুটি গান আমাদে মুখেই থাকে।

fd7705a408eabe51f55e0231e22bd763-5a1a4b2d39002
আমি বাংলায় গান গাই



তোমার ঘরে বসত করে কয় জনা - Tomar ghore bosot kore koyjona


লালনের এই এক অপূরুপ সৃষ্টি

তোমার ঘরে বাস করে কারা ও মন জানোনা
তোমার ঘরে বসত করে কয় জনা

একজনে ছবি আঁকে এক মনে ও মন
আরেকজনে বসে বসে রং মাখে
আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জনা



একজনে সুর তোলে একতারে ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা

রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সে লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা



আগে কি সুন্দর দিন কাটাইতাম 
শাহ আব্দুল করিম 


আগে কি সুন্দর দিন কাটাইতাম 
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম 
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান 
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম 
হিন্দু বাড়িতে যাত্রা গান হইত 
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম 
জারি গান, বাউল গান 
আনন্দের তুফান 
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম 
বর্ষা যখন হইত, 
গাজির গান আইত, 
রংগে ঢংগে গাইত 
আনন্দ পাইতাম 
কে হবে মেম্বার, 
কে বা সরকার 
আমরা কি তার খবরও লইতাম 
হায়রে আমরা কি তার খবরও লইতাম 
আগে কি সুন্দর দিন কাটাইতাম 
করি যে ভাবনা 
সেই দিন আর পাব নাহ 
ছিল বাসনা সুখি হইতাম 
দিন হইতে দিন 
আসে যে কঠিন 
করিম দীনহীন কোন পথে যাইতাম 
আগে কি সুন্দর দিন কাটাইতাম…

Comment Using!!

No comments:

Post a Comment