জারা মানুষ চিনে তারা তাকে কোনদিন হারাতে দেয়না । - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Wednesday, November 29, 2017

demo-image

জারা মানুষ চিনে তারা তাকে কোনদিন হারাতে দেয়না ।

fd7705a408eabe51f55e0231e22bd763-5a1a4b2d39002

এক দেশে এক রাজা ছিলেন, রাজার দরবারে অনেক দাস, দাসি ছিল। সে সবার সাথে ভালো ব্যাবহার করতো, কিন্তু একজন দাসিকে সে খুব ভালোবাসতো, এই নিয়ে রাজমহলে অনেকেই অনেক কথা বলেন।
কেউ বলেন রাজ্যে এতো সুন্দরি মেয়েরা থাকতে রাজা কিনা একজন দাসিকে ভালবাসলেন? আরও অনেক রকম মন্তব্য করতেন।



একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে?
রাজা বললেন কেন?
বন্ধু বললেন, তুমি রাজ্যে এতো সুন্দরী মেয়েরা থাকতে একটি সামান্য দাসির সাথে কেন সম্পর্কে জড়ালে?
তখন রাজা বললেন, একটা সুন্দরী মহিলাদের আয়জন করো, এই আয়োজনে সব সুন্দরী মেয়েরা থাকবেন এখান থেকে যাকে আমার পছন্দ হবে থাকেই আমি বিয়ে করবো।
তো দিন তারিখ ঠিক হলো, রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির, এই প্রত্যাশায় যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে।
সময় মতো রাজা ও সেই দাসি এবং সবাই হাজির হলেন, রাজা তার সব ধন-সম্পধ, হীরা, মনি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করবো পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করবো কাকে আমি বিয়ে করবো।
তো যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো, মনিমুক্তা, হীরা, টাকা-পয়সা নিলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবীতে ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেয়া শেষ হলো দেখা গেল সবাই নিয়েছেন কিন্তু সেই দাসি কিছু নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পাঞ্জাবী ধরে আছেন।
তো সবাই অবাক হয়ে জিজ্ঞাস করলেন ” হে দাসি তুমি তো গরিব তোমার অনেক কিছু দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবী ধরে রেখেছ কেন?”
উত্তরে দাসি বলল ”আপনার তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পধের মালিকের হয়ে যেতে চাই, যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার, তাই আমি সম্পদের মালিকের পাঞ্জাবী ধরে রেখেছি।”
তখন রাজা বললেন এবার হয়তো সবাই বুঝতে পেরেছ আমি কেন রাজ্যের এতো সুন্দরী রেখে দাসিকে ভালবাসি? সবাই বললেন হ্যাঁ বুঝতে পেরেছি।
শিক্ষাঃ আর এভাবেই আমরা দুনিয়ার সম্পধ নিয়ে ব্যাস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করিনা যে এই সম্পদের মালিক, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সবকিছুই আমাদের।
তাই আসুন দুনিয়ার সম্পদ নয় এই সম্পদের মালিকের খুঁজ করি। আর এটাই হবে আমাদের পরম পাওয়া।
এই লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। 
আল্লাহ্‌ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন,,,,আমিন।

Comment Using!!

No comments:

Post a Comment