About Geographic Information System (GIS) - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Saturday, November 18, 2017

About Geographic Information System (GIS)



What is GIS? Or About GIS

GIS’ হল তিনটি অক্ষরের সমন্বয়। ‘G’, ‘I’ এবং ‘S’ GIS এর পূর্ণরুপ হল Geographic Information System. জিয়াইএস এমন একটি ইনফরমেশন সিস্টেম যেখানে ভৌগলিক রেফারেন্সড ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার করে বিশ্লেষন সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবহারপ্রাকৃতিক সম্পদপরিবেশযোগাযোগনগরায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সাধারণ অর্থে ভৌগলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোণ তথ্য উপস্থাপন করাকেই GIS বলে।


GIS 
এর প্রধান ব্যবহার ক্ষেত্রসমূহঃ
১। সহজ সাধ্য ব্যবস্থাপনা (Facilities Managment- FM)
২। পরিবেশ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা (Environment and Natural Resources Management)
৩। রাস্তার নেটওয়ার্ক (Street Network)
৪। প্লানিং এবং ইঞ্জিনিয়ারিং (Planing and Engineering) 
৫। ভূমি তথ্য ব্যবস্থাপনা (Land Information System)

সাম্প্রতিক সময়ে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) বিষয়টি বহুল প্রচলিত হয়ে উঠছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে শুরুর দিকে শুধুমাত্র ভূগোল নগর পরিকল্পনাবিদগণজিআইএসনিয়ে কর্মরত থাকলেওবর্তমানে পুরকৌশলীস্থপতিপরিবেশবিদকম্পিউটার প্রকৌশলীভূতত্ত্ববিদকৃষিবিদঅরণ্যবিদবাস্তব্যবিদ্যাবিদবিপণনবিদব্যবস্থাপনাবিদপ্রত্নতত্ত্ববিদনৃতত্ত্ববিদভূমি-জরিপকারী এবং অন্যান্য পেশার মধ্যে এই বিষয়টি খুবই জনপ্রিয় হয়েছে।
এমনকি বাংলাদেশসহ সারাবিশ্বে বিভিন্ন ধরণের গবেষণাব্যবসায়িক এবং পেশাগত কর্মকাণ্ডেGIS’ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এটার বিস্তারিত নিয়ে একটা সুন্দর কোর্স আছে  www.shikkhok.com  আপনারা এই কোর্সটা দেখতে পারেন।





No comments:

Post a Comment