What is Current? - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Saturday, November 18, 2017

What is Current?


কারেন্ট কি বা  What is Current ?
পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ (free electron) একটি নিদ্রিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। বা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে ইহাকে I বা i দ্বারা প্রকাশ করা হয়,এর একক ampere (A বা Amp.) অথবা কুলম্ব/সেকেন্ড (qulamb / second)
One Ampere: কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে। one qulamb = 6.2×10^18 ইলেকট্রন চার্জ।

One Qulamb: এক কুলম্ব চার্জ সমান 6.2 x 10^18 ইলিমেন্টারি (Elementary) চার্জ।
কুলম্ব কে C দ্বারা প্রকাশ করা হয় আর চার্জ কে Q বা q দ্বারা।
গাণিতিক ভাবেঃ Q= n.e
Q- Charge in coulombs
n- number of electrons
e- elementary charge
e- 1.6 x 10^-19 c
e- charge on an electron and proton.
or
n= Q/e
n=1/(1.6×10^-19)
n=1.6×10^18
so in 1 coulomb of charge there are 6.2×10^18 electrons.
What is Electron:
পদার্থের ক্ষুদ্রতম কনা হল অনু এই অনু আবার গঠিত পরমাণু নিয়ে পরমাণুকে ভাঙ্গলে আবার দুটা জিনিস পাওয়া যায় একটা Electron আরেকটা nucleolus, নিউক্লিয়াসকে ভাঙ্গলে আবার দুটা জিনিস পাওয়া যায় proton and neutron।
ইলেকট্রন কী ?
ইলেকট্রন হচ্ছে পরমানুর ক্ষুদ্রতম কনিকা যা নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ঘুরে এবং নেগেটিভ চার্জ বহন করে। এর সংকেত e- ।
what is proton ?
প্রোটন হচ্ছে পরমানুর ক্ষুদ্রতম কনিকা যা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। ইহা ধনাত্নক চার্জ বহন করে।
What is neutron?
নিউট্রন হচ্ছে পরমানুর ক্ষুদ্রতম কনিকা যা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। ইহা চার্জ নিরপেক্ষ।

No comments:

Post a Comment