Torrent হল অনেকটা উপরের মত একটা নেটওয়ার্কর যেখানে নাই বলতে
কিছু নেই আর হা সেখানের সব কিছুই ফুল ভার্সন মানে ক্রাক ফাইল সহ । এখানে পাবেন
নতুন মুভি, গেইম, গান সফটওয়ার ইত্যাদি। Torrent
আসলে একক কোন সাইট নয় এখানে ডাউনলোডকৃত প্রত্যেকটি কম্পিউটারই এর
সার্বার । মানে আপনি একি সাথে ডাউনলোড ও আপলোড কারি। ধরুন আপনি টরেন্ট থেকে একটি
ফাইল ডাউনলোড করলেন তো এখন আপনি এখন এই ফাইলটার সার্বার হলে গেলেন মানে তার মানে
আপনার নেট ওপেন থাকলে আপনার পিসি থেকে অন্য আরেক জন ডাউনলোড করবে ।
এখন কপিরাইট এর
জন্য মিডিয় ফায়ার না অন্য ফাইল শেয়ারিং সাইট থেকে অনেক ফাইল ডিলেট হয়ে যাচ্ছে তাই
এখন Torrent ই সবচেয়ে ভাল যায়গা ক্রাক ফাইল
নামানোর জন্য।
How to use torrent?
কিভাবে টরেন্ট ব্যাবহার করবেনঃ
Torrent থেকে
কিছু Download করতে হলে আপনাকে uTorrent নামে একটি
সফটওয়ার ব্যাবহার করতে হবে যা অনেকটা IDM এর মত ।এছাড়াও bittorrent নামে আরো একটি Software আছে এটাও ব্যাবহার করতে
পারেন। এগুলা সম্পুর্ন free software যা এদের Official
website থেকে download করতে পারবেন।
How to install uTorrent:
UTorrent একটি সাধারন সফটওয়ার এর মতই আর
ইন্সটল করা আরো সহজ । Run as administrator দিয়ে শুধু next
করে যান বেস কাজ শেষ।
Top torrent site:
How
to download from torrent? কিভাবে ডাউনলোড করবেনঃ
প্রথমে
একটি টরেন্ট সাইট এ যান এর পর এর সার্চ বক্সে যা চান তা সার্চ করুন এখন দেখুন
চিত্রের মত পেইজ আসবে ।
১.
এখানের সার্চ বক্সে সার্চ করুন |
২.
সার্চ করলে আপনি এরকম একটা পেইজ পাবেন আমি এখানে IDM সার্চ করেছি । এবার আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন তার পাশের বাকানো চুম্বক এর মত লোগোতে ক্লিক করুন |
৩.
এর পর ওপেন u torrent এ ক্লিক করুন |
৪.
এবার ওকে তে ক্লিক করুন |
৫.
এখন দেখুন ডাউনলোড হচ্ছে |
ডাউনলোড
করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেনঃ
Torrent কি
: P2P ফাইল শেয়ার ।
what is P2P : Peer
2 Peer .
what is Peer : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।
what is Seeds : যে আপলোড করে।
what is Client : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।
what is Tracker : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।
what is Peer : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।
what is Seeds : যে আপলোড করে।
what is Client : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।
what is Tracker : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।
Seeds: আপনি টরেন্ট এর মাদ্ধমে যেকোন কিছু ডাউনলোড এর
সময় খেয়াল রাখবেন seeds এর সংখ্যা যেন বেশি হয়।ডাউনলোড এর সময় seeds এর
সংখ্যা যদি ২০০ দেখেন তাহলে বুজবেন এই মুভি টি ২০০ জনের কম্পিউটার থেকে শেয়ার
হচ্ছে।তারমানে আপনি স্পীড বেশী পাবেন। মানে সিড জত বেশি আপনি ডাউনলোড স্পিড তত
বেশি পাবেন।
Peers:
Peers বলতে বুঝায় এই movie টি কতজন এখন ডাউনলোড করতেছে।যদি লেখা থাকে peers সংখ্যা ১০০।তাহলে বুজতে হবে এই movie
টি ১০০ জন ডাউনলোড করছে।তাই, টরেন্ট
ডাউনলোড এর সময় এমন টরেন্ট বাছাই করতে হবে যার peers সংখ্যা
কম।
No comments:
Post a Comment