দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) হল
দক্ষিণ
এশিয়ার
আটটি
দেশের
অর্থনৈতিক
ও রাজনৈতিক
সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। ১৯৮০
সালে
বাংলাদেশের
তৎকালীন
রাষ্ট্রপতি
জিয়াউর
রহমান
দক্ষিণ
এশীয়
দেশসমূহের
মধ্যে
সহযোগিতামূলক
বানিজ্য
অঞ্চল
গড়ার
প্রস্তাব
করেন এবং এই প্রস্তাবের ভিত্তিতেই ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালের ১৩ নভেম্বর ভারতের প্রচেষ্টায় আফগানিস্তানকে এ আঞ্চলিক সংগঠন যোগ করা হয়েছিল, আফগানিস্তানকে সদস্যপদ দেওয়ার পর সার্কের সদস্য দেশের সংখ্যা হয় ৮।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়, যাতে নিন্মোক্ত ৫টি বিষয়ে সহযোগিতার করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়:
- কৃষি ও পল্লী উন্নয়ন
- টেলিযোগাযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও আবহাওয়াবিদ্যা
- স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম
- যোগাযোগ
- মানব সম্পদ উন্নয়ন
পূর্ন নামঃ South Asian Association for Regional Cooperation(SAARC)
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)
১. সার্ক কত সালে গঠিত হয়?
উঃ ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর
উঃ ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর
২.সার্ক-এর সদর দফতর কোথায়?
উঃ কাঠমান্ডু (নেপাল)।
উঃ কাঠমান্ডু (নেপাল)।
৩.সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
উঃ ঢাকায়।
উঃ ঢাকায়।
৪. সার্কের মহাসচিব নির্বাচিত হয় কত বছরের জন্য?
উঃ ৪ বছরের জন্য।
উঃ ৪ বছরের জন্য।
৫। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ আবুল আহসান (বাংলাদেশ)
উঃ আবুল আহসান (বাংলাদেশ)
৬।সার্কের বর্তমান মহাসচিব
উঃ পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল (০১ মার্চ
২০১৭)
৭।সার্কের সহযোগিতার ক্ষেত্র কয়টি?
উঃ ১৩টি
৮। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ বাংলাদেশে।
উঃ বাংলাদেশে।
৯। সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধানের উপাধি 'রাজা'?
উঃ ভুটান।
উঃ ভুটান।
১০। সার্ক কৃষি তথ্য কেন্দ্র কোন দেশে অবস্থিত?
উঃ বাংলাদেশে
উঃ বাংলাদেশে
১১. ২০০৪ সালে প্রথম সার্কপদক লাভ করেন কে
উঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
১২। কোন দেশ সার্কপোল গঠনের প্রস্তাব করে
উঃ নেপাল (২০০৭ সালে)।
১৩। সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক কে
উঃ নেপাল (২০০৭ সালে)।
১৩। সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক কে
উঃ ভারত
১৪। সার্ক বিশ্ব্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
১৪। সার্ক বিশ্ব্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উঃ দিল্লি, ভারত
১৫। সার্ক তথ্য কেন্দ্র
উঃ কাঠমান্ডু. নেপাল
১৬। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র
উঃ কলম্বো,শ্রীলঙ্কা
১৭। সার্ক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র
উঃ ইসলামাবাদ,পাকিস্তান
১৮। সার্ক জ্বালানি কেন্দ্র
১৮। সার্ক জ্বালানি কেন্দ্র
উঃ পাকিস্তান
১৯। সার্ক ডকুমেন্টেশন সেন্টার
১৯। সার্ক ডকুমেন্টেশন সেন্টার
উঃ নয়া দিল্লি,ভারত
২০। সার্ক বন কেন্দ্র
২০। সার্ক বন কেন্দ্র
উঃ থিম্পু,ভুটান
২১। সার্ক যক্ষা কেন্দ্র
২১। সার্ক যক্ষা কেন্দ্র
উঃ কাঠমান্ডু নেপাল
22. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ নতুন দিল্লী (ভারত)
22. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ নতুন দিল্লী (ভারত)
23। সার্ক কতটি রাষ্ট্র নিয়ে গঠিত ?
উঃ ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তান)
No comments:
Post a Comment