দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) Association of Southeast Asian Nations (ASEAN) - Jesan's personal storage Blog

Capture

A personal storage

Friday, January 5, 2018

demo-image

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) Association of Southeast Asian Nations (ASEAN)

2d2e97091607ae2b76242c8ee3cd0690-5a4f3675267ce
১০ সদস্য দেশ


দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) (আসিয়ান) দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের   আগস্ট  ইন্দোনেশিয়ামালয়েশিয়াফিলিপাইনসিঙ্গাপুর  থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয় এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধিসামাজিক অগ্রগতিসাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা

১। আসিয়ান ভুক্ত দেশ কয়টি
উঃ ১০ টি

২। আসিয়ান পূর্বে বিদ্যমান ছিল কি নামে
উঃ দক্ষিণপূর্ব এশিয়া এসোসিয়েশন (এএসএ) নামক একটি প্রতিষ্ঠানের দ্বারা, যা ফিলিপাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড দ্বারা ১৯৬১ সালে গঠিত

৩। আসিয়ান গঠিত হয় কবে
উঃ আগস্ট ১৯৬৭ সালে

৪। আসিয়ানের সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়
উঃ পাঁচ পররাষ্ট্র মন্ত্রী কে
ইন্দোনেশিয়ার  আদম মালিক,
 ফিলিপাইনের  নারসিসো রামোস,
মালয়েশিয়ার  আব্দুল রাজাক,
 সিঙ্গাপুরের  এস. রাজারত্নম,
থাইল্যান্ডের  থানাত খোমান 

৫। সদর দপ্তর - জাকার্তা ইন্দোনেশিয়া

৬। আসিয়ান সদস্য রাষ্ট্র
  • মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
  • তাইওয়ান (তাইপে)
  • ভিয়েতনাম (হেনয় )
  • ফিলিপাইন (মেনিলা)
  • ইন্দোনেশিয়া (জাকার্তা)
  • লাওস (ভিয়ে তিয়েন)
  • মায়ানমার (নাইপিদ)
  • ব্রুনাই (বন্দর সেরি বেগাওয়ান)
  • কম্বোডিয়া (নমপেন)
  • সিঙ্গাপুর (সিঙ্গাপুর সিটি)



Comment Using!!

No comments:

Post a Comment