বাংলাদেশঃ ভিবিন্ন স্থানের পূর্ব নাম। - Jesan's personal storage Blog

Jesan's personal storage Blog

A personal storage

Thursday, October 5, 2017

বাংলাদেশঃ ভিবিন্ন স্থানের পূর্ব নাম।



  • বরিশাল এর পূর্ব নাম – চন্দ্রদ্বীপ   , বাকলা  , ইসমাইলপুর  (একে বাংলার ‘ভেনিস‘ বলা হয়)
  • মহাস্থানগড় এর পূর্ব নাম – পুন্ড্রবর্ধন।
  • সোনারগাঁও এর পূর্ব নাম কী –  সুবর্ন গ্রাম
  • পদ্মা –  কীর্তিনাশা
  • যমুনা –  জোনাই নদী
  • ব্রহ্মপুত্র  – লৌহিত্য
  • বুড়িগঙ্গা – দোলাই নদী/খাল
  • উত্তর বঙ্গ  –  বরেন্দ্রভূমি
  • রাজবাড়ী   –  গোয়ালন্দ
  • গাজীপুর   –  জয়দেবপুর
  • চট্টগ্রাম   –  ইসলামাবাদ (মূঘল আমলে)
  • বঙ্গভবন  – নিউ গভর্নমেন্ট হাউজ
  • সিলেট   – জালালাবাদ
  • লালবাগ কেল্লা  –  আওরঙ্গবাদ দূর্গ
  • বাগেরহাট – খলিফাতাবাদ
  • জামালপুর- সিংহজানী।
  • ময়মনসিংহ- নাসিরাবাদ
  •  মেহেরপুর- মুজিবনগর/ বৈদ্যনাথতলা
  •  আসাদ গেট- আইয়ুব গেট
  •  শেরে বাংলা নগর- আইয়ুব নগর
  •  সেন্টমার্টিন- নারিকেল জিঞ্জিরা
  • নিঝুম দ্বীপ- বাউলার চর

No comments:

Post a Comment